ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘পঞ্চায়েতে পাঙ্গা নিতে গ্রাম- গঞ্জে তলে তলে এক হচ্ছে সিপিএম- বিজেপি।’ তৃণমূলের এই কথা কার্যত স্পষ্ট হলো ঘাটালের পোস্টার কান্ডে। ঘাটালের মনোহরপুর- হরিসিংহপুর এলাকা জুড়ে সিপিএম-বিজেপি একজোটে পোস্টার দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। উভয়ের পোস্টারে লেখা “চোর তাড়াও গ্রাম বাঁচাও।”এর আগেও তৃণমূল বরাবরই বলে থাকে রাম-বাম এক হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সাগরদীঘি উপনির্বাচনের পর সিপিএম বিজেপিকে ভাই ভাই বলে কটাক্ষ করে থাকে তৃণমূল। ঘাটালের মনোহরপুর পোস্টার কান্ডে বিজেপি নেতা বিশ্বজিৎ জানা বলেন,তৃণমূলের বড় বড় চোরেরা জেল খাটছেন, একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ নানান সরকারি কাজে তোলাবাজি করেছে তৃণমূল। সাধারণ মানুষের টাকা চুরি করেছে, তাই চোর তাড়াতেই এই পোস্টার দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আজও অবলেহিত, অত্যাচারিত নার্সরা ! “বিশ্ব নার্স দিবস” পালন মেদিনীপুরে
CPM BJP Poster
অপরদিকে,সিপিএম নেতা সমীর হাজরা বলেন,ভুয়ো জব কার্ড দেখিয়ে একশো দিনের কাজের টাকা চুরি করেছে তৃণমূল নেতারা, আবাস যোজনা থেকে শুরু করে ছোটখাটো কাজেও কাঠমানি খায় তৃণমূল, তাই পঞ্চায়েতে তৃণমূল চোরদের তাড়াতেই এই পোস্টার। যদিও আগামী পঞ্চায়েত ভোটে নিচু তলায় তৃণমূল বিজেপি একহয়ে লড়বে কিনা সে বিষয়ে স্পষ্ট বার্তা কারও মুখেই শোনা যায়নি। পোস্টার কান্ড নিয়ে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি একহাত নিয়েছেন সিপিএম বিজেপিকে।তিনি বলেন, সিপিএম হলো সব থেকে বড় চোর , তাদের সময়ে সব থেকে বেশি চুরি হয়েছে।
তিনি আরও বলেন,চোর চোর করে যারা আগে চুরি করতো তারা। বিজেপির উদ্দেশ্যে দিলীপ মাজি বলেন,বিজেপি কোনও দিনও কিছু করতে পারবে না। ২০২৪ সালের পর সিবিআই, ইডি সবার আগে ওদেরকেই ধরবে। তবে তৃণমূল-বিজেপি- সিপিএম যে যাই বলুক, পঞ্চায়েত ভোটের আগে ঘাটালে রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে সে নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন : বেপরোয়া গতি লরির, গুড়গুড়িপালে মৃত এক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
CPM BJP Poster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper