Home » Midnapore : পঞ্চায়েতের আগে মেদিনীপুরে জেলা শাসক অভিযান সিপিএমের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি

Midnapore : পঞ্চায়েতের আগে মেদিনীপুরে জেলা শাসক অভিযান সিপিএমের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore : রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুর শহরে জেলা শাসক দফতর অভিযান সিপিএমের। নেতৃত্বে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুর শহরে জেলা শাসক দফতর অভিযান সিপিএমের। নেতৃত্বে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। মিছিল জেলা শাসক দফতরে পৌঁছালে পুলিশের ব্যারিকেড ভেঙে কালেক্টরেট চত্বরে ঢোকার চেষ্টা সিপিএম কর্মীদের।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : দাঁতনকে পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন

সেই সময়ই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে দু’জন সিপিএম কর্মী আহত হয়েছেন বলে নেতাদের দাবি। পরে বিক্ষোভ সভা থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ-রা অভিযোগ করেন পুলিশের লাঠির ঘায়েই তাদের কর্মীরা আহত হয়েছেন। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিবেন।

আরও পড়ুন : মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ১০ জন বন্দি

এদিন মিছিলের সামনে ব্যাঙ্গাত্মক ভাবে চোর সাজানো হয়েছিল অনুব্রত মন্ডল ও পার্থ চ্যাটার্জীকে। তাদের নিয়ে মেদিনীপুর শহরের রাস্তায় বাতাসা নকুলদানাও বিলি করা হয়েছে। অভিযোগ, কেশপুরের রাস্তায় সিপিএম কর্মীদের বাস লক্ষ্য করে ইট ছুড়েছে তৃণমূল। তাতেও দু’জন জখম হয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, দিল্লিতে মোদি ও রাজ্যে দিদির লুঠ চলছে।

Midnapore

আরও পড়ুন : “তৃতীয় স্ট্রোকে কোমায় যাবে তৃণমূল”, মেদিনীপুরে মন্তব্য দিলীপ ঘোষের

এই লুঠ বন্ধ করতে হবে। কারণ একটা লুঠেরা আরেকটা লুঠেরাকে শাস্তি দেয় না। চোর-ডাকাত যদি নবান্নে ও পার্লামেন্টে বসে যায় তাহলে পুলিশ-পুলিশ খেলা হয়। একজন ইডি-সিবিআই পাঠাচ্ছে আর একজন সিআইডি পাঠাচ্ছে এই সব হয়। আজ থেকে কুড়ি বছর আগে আরএসএস শুরু করেছিল। মমতাকে দুর্গা বলে অস্ত্রশস্ত্র টাকা দিয়ে লালকে শেষ করতে পাঠিয়েছিল।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণ, হাসপাতালে হাজির পরিবহন মন্ত্রী

লালকে শেষ করে গেরুয়াকে আনার নীল নকশা ছিল। এই নীলকে ছুড়ে ফেলে লাল ঝান্ডাকে তুলে ধরতে হবে। পুলিশ যদি চোর ধরতে না পারে, একদিন পুলিশ সরে দাঁড়াক, বাংলাকে আমরা নতুন করে মুক্ত করব। সব চোরকে ধরিয়ে দেব। সিবিআইয়ের চার্জশিটে সম্প্রতি অনুব্রত মণ্ডলকে সরাসরি গরু পাচার কাণ্ডে জড়িত বলে দেখানো হয়েছে।

আরও পড়ুন : ঝাড়গ্রামে স্বস্তি দিয়ে মেদিনীপুর সদরে হাতির পাল, ভাঙল বাড়ি

এই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “এই কাণ্ডে অনেক পুলিশ অফিসার, বিএসএফ অফিসার, দেশের হোম মিনিস্ট্রি, আমাদের রাজ্যের নবান্ন, হোম মিনিস্ট্রি, পুলিশের সর্বোচ্চ পর্যায়ের, গুন্ডা বদমাইশ এবং আমেদাবাদ, গাজিয়াবাদ, দুবাইতে বসে এই কাজ করেছে। বীরভূমের শুধু একটা নাটবল্টু ধরা পড়েছে। বৃহৎ আঁতাত না হলে আন্তর্জাতিক কোনো কিছু পাচার সম্ভব নয়।”

আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ১৭ জন

আরও পড়ুন : গড়বেতা কলেজের ৭৫ তম বর্ষ উদযাপন শুরু! ‘ছাত্রছাত্রীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভাল করে জানতে হবে’, বললেন মন্ত্রী মানস

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.