Home » Corruption : বন সহায়ক নিয়োগে দুর্নীতি! পনেরো বছর কাজ করেও বন দফতরে মেলেনি স্থায়ীত্ব, হাইকোর্টের নির্দেশে নড়ল ফাইল, দু’মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Corruption : বন সহায়ক নিয়োগে দুর্নীতি! পনেরো বছর কাজ করেও বন দফতরে মেলেনি স্থায়ীত্ব, হাইকোর্টের নির্দেশে নড়ল ফাইল, দু’মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১০ থেকে ১৫ বছর ধরে বন দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন জঙ্গলমহল এলাকার প্রায় ২৫ জন। আধিকারিকদের বলেও সুদৃষ্টি পায়নি। অবশেষে হাইকোর্টের নির্দেশে শুরু হলো ফাইল নাড়াচাড়া। রাতদিন কাজ করা সেই অস্থায়ী কর্মীদের শুনানি নিয়ে বৃহস্পতিবার বসল মেদিনীপুর বন বিভাগের কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, বন সহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে।

আরও পড়ুন : দুই মহিলা RPF কর্মীর তৎপরতায় মেচেদা স্টেশনে প্রাণে বাঁচলেন যাত্রী

নিজস্ব চিত্র

টাকা নিয়ে এবং নিজেদের পরিচিতদের নিয়োগ করা হয়েছে। অথচ যারা দশ-পনেরো বছর ধরে একশো টাকা মজুরিতে দিনরাত কাজ করে গিয়েছে তাদের নেওয়া হয় নি। এমনই এক অস্থায়ী কর্মী হৃদয় পাত্র বলেন, “খুব ছোটবেলা থেকেই বন দফতরের বিভিন্ন কাজ করে এসেছি আমরা। অস্থায়ী কর্মী হিসেবে হাতি তাড়ানো থেকে শুরু করে বন দফতরের ফিল্ডস্তরের সমস্ত কাজ আমরা করি। ন্যূনতম বেতনে কাজ করেছিলাম।

আরও পড়ুন : নার্সিং ছাত্রীর অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ধৃত অভিযুক্ত

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্থায়ী করে দেওয়া হবে। দীর্ঘদিন পরও স্থায়ী না হওয়ায় আমরা 2015 সালে আদালতে গিয়েছিলাম। কিন্তু সংগঠন প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নিতে বলেছিল। মামলা তোলার পর তাতেও কোনো কাজ হয়নি। ফের মামলা করি আমরা। আমরা দেখেছি ঘুষ নিয়ে বন সহায়ক নিয়োগ করা হলো। অথচ আমরা অস্থায়ী ও বেতনহীন রয়ে গেলাম। বর্তমানে হাইকোর্টের নির্দেশে আজকে বন দফতর ডেকেছে আমাদের।”

আরও পড়ুন : “বাংলার মানুষ এখন বুলডোজার চাইছেন,” মেদিনীপুরে এসে বললেন দিলীপ

মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকার বাসিন্দা খোকন ধাড়া বলেন, “২০০১ সাল থেকে কাজ করছি। আমাদের দিয়ে দিনরাত সব কাজ করানো হতো। দিনের শেষে একটা কাগজে সই করিয়ে কাউকে ৮০ কাউকে ১০০টাকা দেওয়া হতো রেঞ্জ অফিস থেকে। আমরা যে কাজ করছি তার ‌কোন কাগজপত্র চাইলে দিত না। বারবার বলা হতো স্থায়ী করে দেওয়া হবে।

আরও পড়ুন : বীমার আওতায় কৃষি ঋণ মুকুব না হওয়ায় পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ

কিন্তু দেখলাম আমাদের বাদ দিয়ে বন সহায়ক নিয়োগ করে দেওয়া হল। তাই আদালতে গিয়েছিলাম। অবশেষে আদালতের নির্দেশে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে আজ।” বন দফতরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ২৫ জন অস্থায়ী বনকর্মী। সেই মামলা দু’মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারই বিভিন্ন নথি দেখতে মেদিনীপুর বন বিভাগে হাজির হলেন মামলাকারীদের আইনজীবী অরুনাভ ব্যানার্জি।

আরও পড়ুন : ৪৫ দিনের পর আবার ১১ দিন স্কুল ছুটি! প্রতিবাদে মিছিল মেদিনীপুরে

বৃহস্পতিবার সকালে মামলাকারী অস্থায়ী বনকর্মীদের সঙ্গে নিয়ে মেদিনীপুর বন বিভাগের আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। আইনজীবী বলেন, “আদালতের নির্দেশে মামলা যাতে দু’মাসের মধ্যে নিষ্পত্তি হয় তার পেমেন্ট ভাউচার সহ প্রয়োজনীয় কাগজ চেয়েছি। সে কাগজ নিয়ে দু’মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে।” তবে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি বন দফতরের কোন আধিকারিক।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Corrruption

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.