Home » মেদিনীপুরের ২৪ জন সহ রেলশহরে আক্রান্ত ৪৭, করোনায় মৃত্যু ৪, জেলায় আক্রান্ত ১৫২ জন

মেদিনীপুরের ২৪ জন সহ রেলশহরে আক্রান্ত ৪৭, করোনায় মৃত্যু ৪, জেলায় আক্রান্ত ১৫২ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর.-১১৪জন, অ্যন্টিজেন-২৫ জন ও ট্রুনেট- ১৩ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। ২৭ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৫ জন (মোট ৯৪৫২ জন)। এযাবৎ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৮জনের। গত ৪৮ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন। Corona, Corona, Corona news medinipur, coronavirus in midnapore, coronavirus in kharagpur, medinipur news, latest bengali news, biplabi sabyasachi news
মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।শহরের মানিকপুরে ৩জন(পুরুষ -৩৮, পুরুষ-৩৭, পুরুষ-৩৬), কর্নেলগোলায় ২ জন (পুরুষ-৩৪, মহিলা-৪২), ধর্মায় ১ জন (যুবক-২৬),নজরগঞ্জের ২ জন (মহিলা-৫৯, পুরুষ-৪২), জগন্নাথমন্দিরের ১ জন (প্রৌঢ়-৫৮), ডাকবাংলো রোডের ১ জন (যুবক-২৭),শরৎপল্লীর ১ জন (বৃদ্ধ-৮০), হবিবপুরের ১ জন (মহিলা -৪৫), আবাস সংলগ্ন এলাকায় ১ জন (যুবক-১৯),মির্জাবাজারের ১জন (প্রৌঢ়-৫১), কুইকোটার ১ জন (প্রৌঢ়-৫৭) সহ শহরতলির খয়েরুল্লাচক, গুড়গুড়িপাল, জামকুন্ডা সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।

আরও পড়ুন- শালবনী কোভিড হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা

রেলশহর খড়্গপুর ও শহরতলিতে ২৭ সেপ্টেম্বরের জেলাস্বাস্থ্য দফতরের রিপোর্ট অনু্যায়ী মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন।গত রবিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধার (৮১)। অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধা রেলের কর্মী ছিলেন বলে জানা যায় পরিবার সূত্রে। বিশেষ সূত্রের খবর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছিলে ওই বৃদ্ধাকে । তারপরেই অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শালবনীর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার দুপুরেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায় পরিবার সূত্রে।অপরদিকে তালবাগিচা এলাকার এক প্রৌঢ়া (৬১) ,রেলের ৭ জন (ভগবানপুর, তালবাগিচা, ধ্যানসিংময়দান, নিউ সেটেলমেন্ট, চাঁদমারি, মীরপুর) , সাউথ ইন্দা (পুরুষ-৩৬), রাখাজঙ্গল (যুবক-২৩), খড়্গপুর লোকালের পাঁচরুলিয়া (একই পরিবারের ৩ জন) ,দেবলপুর (মহিলা-৫৮), বিদ্যাসাগরপুর (যুবক-৩৩), কৌশল্যা (প্রৌঢ়-৬৬), পুরোনো বাজার (কিশোরী-১৩),মালঞ্চা (যুবক-২৯) ও টুরিপাড়া এলাকায় মোট ২৩ জন করোনা আক্রান্তের হদিশ মেলে।

ফাইল চিত্র


অপরদিকে জেলার ১৫২ জন আক্র‍ান্তের মধ্যে স্থান পেয়েছে আনন্দপুর এলাকার (তালতলা, লেপসা ) ৩ জন । বেলদার মান্যায় এক ৩৮ বছর বয়সী পুরুষের করোনা রিপোর্ট পজিটিভ আসে।চন্দ্রকোণায় ১৪ জন আক্রান্তের হদিশ পাওয়া যায়। তাঁরা কিয়াগেড়িয়া ,পলাশচাবড়ী (একই পরিবারের ৬জন) , গোপালপুর, রাজনগর(ক্ষীরপাই ৫ নং ওয়ার্ড ), কোচগেড়িয়া, ক্ষীরপাইয়ের ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।গড়বেতার সড়বেড়িয়া, সাতবাঁকুড়া (দুর্লভগঞ্জ), বিলা , রামডিহা,শ্যামপুর ও ধারখোলা সহ বিভিন্ন এলাকায় মোট ১১ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।ঘাটালের কোন্নগর ,রসিকগঞ্জ, কুশপাতা, শ্রীপুর, কাটান নিমতলা ও কৃষ্ণনগরেও ৭ জন আক্রান্ত হন। দাসপুরের খঞ্জপুরেও এক ২১ বছর বয়সী যুবতীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।দাঁতনের নন্দকুড়িয়া,শিরনী,তালদা, বইচা সহ মোহনপুরের আগপুরায় ৮ জন আক্রান্ত হয়েছেন।ডেবরার ৯ জন আক্রান্তের মধ্যে শ্রীরামপুর (রাতুলিয়া) ,কুলডিহা, ভোগপুর, আশিনগেড়িয়া, সত্যপুর, বোলাসিনি, মিরাজপির, ক‍ামালপুর এলাকার বাসিন্দারা রয়েছেন বলে জানা যায় স্বাস্ত্য দফতর সূত্রে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.