Home » মেদিনীপুর শহর ও সদরের ১৯ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫০, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৪৬

মেদিনীপুর শহর ও সদরের ১৯ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫০, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৪৬

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি:পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ১ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী (আর.টি.পি.সি.আর.-৯৮জন, অ্যন্টিজেন-৪০ জন ও ট্রুনেট- ৮ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৬ জন।
মেদিনীপুর শহর ও শহরতলিতে আর.টি.পি.সি.আরের রিপোর্টে করোনায় আক্রান্ত মাত্র ১৯ জন।শহর ঘেঁষা গোলাপীচক (একই পরিবারের ২ জন), মিয়‍াবাজার(মহিলা-৫৪), বিধাননগর ( পুরুষ-৪৪ ,মহিলা ৩৪) ,মানিকপুর (একই পরিবারের ২ জন) ,লালকুঠি (পুরুষ-৩৪),মির্জাবাজার, বক্সীবাজরের দক্ষিণপাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মেলে ।মেদিনীপুর সদরের বাধাই (একই পরিবারের ২ জন)ও চাঁদড়া সংলগ্ন দেউলডাঙ্গা এলাকায় মোট ৩জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। Corona, corona, medinipur corona news, coronavirus in midnapore, biplabi sabyasachi news,

আরও পড়ুন- তমলুক ময়না রাজ্য সড়ক দুর্ঘটনায় আহত বাইক আরোহী

ফাইল চিত্র


রেলশহর খড়্গপুরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। অক্টোবরের রিপোর্টে (আর.টি.পি.সি.আর)৩১টি পজিটিভ কেস রয়েছে, অপরদিকে করোনা কিছুতেই পিছু ছাড়ছেনা আই আই টি খড়্গপুর ক্যাম্পাসের। আই আই টি ক্যাম্পাসের এক ৪৯ বছর বয়সী মহিলা সহ সুকান্ত নগর এলাকায় এক প্রৌঢ়ের (৬৩ ) কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সালুয়ার ই.এফ.আর ব্যাটেলিয়নের ৩ জন (পুরুষ-৩০, পুরুষ-৩৬, প্রৌঢ়-৫৬),২৮ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা (একই পরিবারের ২ জন), ভবানীপুর (প্রৌঢ়-৬৫), ১৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চ (প্রৌঢ়-৫৬), ভগবানপুর, খড়্গপুর লোকালের হরিপুর ,খরিদা সংলগ্ন বিধানপল্লী, বড় আয়মা, ইন্দা (একই পরিবারের ২জন) সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে। রেলের ৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা ভবানীপু সংলগ্ন সুকান্তপল্লী, সন্জোল, ওল্ড সেটেলমেন্ট, বড় আয়মা, ১১ নং ওয়ার্ডের মালঞ্চ এলাকার বাসিন্দা বলে জানা যায়।

দাঁতনের ভবানিপুর সংলগ্ন ঝিনুকপলাশিয়া, সস্তানগর ,একতারপুর এলাকায় ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও পিংলা, ডেবরার ভোগপুর, দাঁতন থানার এক পুলিশ কর্মী , বেলদার সাউরি, দাসপুরের সিংচক, ভুটা, মামুদপুর, নাড়াজোল, হোসেনপুর, পার্বতীপুর,ঘাটালের কুশপাতা, কিসমত দেওয়ানগঞ্জ, রাধানগর, ঘাটল মহকুমা হাসপাতালের এক প্রথম শ্রেণির করোনা যোদ্ধা,কৃষ্ণনগর, গোবিন্দপুর,পারাননগর সংলগ্ন গুইয়াদহ, দুর্লভগঞ্জ সংলগ্ন সাতবাঁকুড়া,সবংয়ের পরশুরাম ও গড়বেতায় ও কোভিড আক্রান্তের খোঁজ মেলে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.