পত্রিকা প্রতিনিধি: শনিবার ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৯ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৩৫৮। Jhargram Corona, Jhargram Corona, Coronavirus in Jhargram, Biplabi Sabyasachi News,latest Bengali news
শনিবার ১২ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ৯ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩০২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলায় মোট ৫৪জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। যে ৯ জনের নতুন করে করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁদের মধ্যে নয়াগ্রাম ব্লকের ৭জন, লালগড়ে ১জন, ঝাড়গ্রাম ব্লকের ১জন রয়েছেন।
আরও পড়ুন- ঝাড়গ্রামে গতি বাড়াচ্ছে করোনা, একদিনেই বিএমওএইচ সহ আক্রান্ত ১৪ জন
অপরদিকে দিনের পর দিন ঝাড়গ্রাম জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারপরও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে।
তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ মাস্ক ব্যবহার না করে ঘুরে বেড়াচ্ছেন তাই গোপীবল্লভপুর থানার পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে শনিবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এস আই দেবাশীষ মাল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi