Home » ঝাড়গ্রামে বাড়ছে সংক্রমণ,ফের একদিনেই করোনায় আক্রান্ত ১৯ জন

ঝাড়গ্রামে বাড়ছে সংক্রমণ,ফের একদিনেই করোনায় আক্রান্ত ১৯ জন

by Biplabi Sabyasachi
2 comments

পত্রিকা প্রতিনিধি: সোমবার ঝাড়গ্রাম জেলায় নতুন করে ১৯ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৩৮৮। সোমবার ১৪ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ১৯ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩০৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৭৮ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। যে ১৯ জনের নতুন করে করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁদের মধ্যে ঝাড়গ্রাম শহরের ৫ জন, জামবনি ব্লকে ১২ জন, গোপীবল্লভপুর ২ ব্লকে ১ জন এবং নয়াগ্রাম ব্লকে ১ জন রয়েছেন। Jhargram Corona, Jhargram Corona, Coronavirus in Jhargram, Jhargram Bengali news, Biplabi sabysachi news,

আরও পড়ুন- কমছে সংক্রমণ, মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ১৮ জন, জেলায় ১২০

দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমনের হার, সঙ্গে দেশের অর্থনীতি বাঁচাতে সরকারের তরফ থেকে শিথিল হয়েছে লকডাউন এর বিধি নিষেধ। আগের থেকে মানুষ এখন স্বচ্ছন্দে বাড়ির বাইরে বের হতে পারছেন। বাড়ির বাইরে বের হওয়ার সময় এখনো সাধারণ মানুষ সচেতনতার অভাবে মাস্ক না ব্যবহার করেই পথ চলছেন। সেই মাস্ক বিহীন পথচলতি মানুষদের মাস্ক পরাল গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদের দোকান থেকে মাস্ক কিনে পরার নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করা হয় সবসময় সামাজিক দুরত্ব বজায় রাখা এবং বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

2 comments

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.