পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর) অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। Mid, Mid,
ডেবরায় ২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতর সূত্রে। ডেবরার শ্যামচকে এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৩) সহ দিঙ্গলের এক প্রৌঢ় (৪৯)করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।অ্যন্টিজেন পরীক্ষায় চন্দ্রকোনার মিত্রসেনপুরে এক বৃদ্ধা (৭৮) সহ ১৮ বছর বয়সী এক যুবতীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কৃষ্ণপুর সংলগ্ন চৈতন্যপুর এলাকায় এক যুবতী (২০) করোনায় অাক্রান্ত হয়েছেন বলে জানা যায়।দাসপুরে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। দাসপুরের রসিকগঞ্জ এলাকার একসঙ্গে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই এলাকায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন জেলা স্বাস্থ্য দফতর।বেলদার নবোদয়পল্লীর ১জন, বড়মাতকাতপুরের ১ জন ,খুকুড়দহের বড়মোহনপুরের ১ জন, নয়াগাঁওয়ের ২ জন ও মহম্মদপুরের ১ জন সহ মোট ৬ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে।সাতবাঁকুড়ার সরবেড়িয়ায় ২ মহিলা (৩০ও৫৩) করোনায় আক্রান্ত হন। গড়বেতার লাপুরিয়া সহ বিভিন্ন এলাকায় মোট ৩জনের (যুবক-২০, বৃদ্ধা-৫৩, বৃদ্ধা-৬৫) শরীরে করোনা সংক্রমণ ঘটে।আমলাগোড়া সংলগ্ন রাধানগর এলাকাতেও এক বৃদ্ধা (৬৫) এর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন- বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোপীবল্লভপুরে , পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগালেন গ্রামবাসীরা
অপরদিকে সবংয়ের তালুকপাইকান গ্রামের এক ২৭ বছরের যুবকসহ তেমাথানি সংলগ্ন লুটুনিয়া এলাকায় একই পরিবারের ২ জন (মহিলা-৪৫ ও বৃদ্ধ৬১) সহ মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাঁতনের ধলহারায় (নেকুড়সুণি) একই পরিবারের ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও দাঁতনের খানিপুর এলাকায় এক মহিলার (৩২) করোনা রিপোর্ট পজিটিভ আসে।ঘাটালে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতরের আর.টি.পি.সি.আর ও অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্টে।ঘাটালের কুশপাতা এলাকায় এক প্রৌঢ়া (৫৪) করোনায় আক্রান্ত হন।ঘাটাল থানার ওসির (৪১) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। করোনা যুদ্ধের প্রথম থেকেই তাঁকে সরেজমিনে নেমে মাইক হাতে নিয়ে মানুষকে সচেতন করতে দেখা গিয়েছে তাঁকে। ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতায় ১ জন ,১১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকার ১ জন, ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকার ২ জন সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।গোয়ালতোড় থানার একসঙ্গে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যে ৫ জন পুলিশকর্মী ও ২ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন বলে জানা যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi