পত্রিকা প্রতিনিধি: এবার আক্রান্ত পুলিশ কর্মী।আক্রান্ত থানার এএসআই।পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির এক পুলিশ আধিকারিক করোনা আক্রান্তের খবর আসতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।সিল করে দেওয়া হয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ি।সুত্রের খবর গত ৯ই জুলাই শারীরিক অসুস্থতার কারণে ১১ তারিখ নমুনা সংগ্রহের পর সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।জানা গিয়েছে অপর তিন পুলিশ আধিকারিক সহ মোট চল্লিশ জন কোয়ারেন্টাইনে আছে।প্রসঙ্গত বেশ কয়েকটি করোনা আক্রান্তের খবর ছিল জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত বেশ কয়েকটি জায়গায়।সেখানে ডিউটিতে ছিলেন ওই আধিকারিক।করোনা উপসর্গ নিয়ে নমুনার সংগ্রহের পর রিপোর্টে পজিটিভ এলে চাঞ্চল্য সৃষ্টি হয়।আক্রান্ত ওই এ এস আই কে সোমবার রাতে মেদিনীপুরের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।এখন থানার যাবতীয় কাজ বেলদা থানায় হবে বলেই খবর।সিল করে দেওয়া হয়েছে জোড়াগেড়িয়া ফাঁড়ি।
1
previous post