ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবারও দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি গাড়ি। পূর্ব মেদিনীপুরের মাশিরদার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি। জানা গিয়েছে, দিঘাগামী একটি লরি তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে।
সেই সময় কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দুর গাড়িটি। মারিশদার বেতালিয়ার কাছে কনভয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে একটি লরি। আর ঘাতক লরিটি দিঘার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার জেরে দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। অবশ্য শুভেন্দুর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও পথ দুর্ঘটনায় পড়েছিল শুভেন্দুর গাড়ি। মারিশদা এলাকাতেই ১জুলাই দুর্ঘটনায় পড়েছিল তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি। উল্লেখ্য , কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। আর বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কনভয়ে থাকা একটি গাড়ির।
যদিও সেই গাড়িতে শুভেন্দু ছিলেন না বলেই জানা গিয়েছে। সামনে থাকা পেট্রোল পাম্পে ধাক্কা লাগে। তখনই গাড়িটির সামনের চাকা খুলে বেরিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে শুভেন্দুর দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে এই দুর্ঘটনার পরই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল।
শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জন্য তাঁকেই দায়ী করেছেন তাঁরা। তাঁদের দাবি, এই রাস্তা দিয়ে অনেক নেতা-মন্ত্রী, বিধায়ক যান, তবে কখনও তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন না। কিন্তু, এই নিয়ে শুভেন্দু তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper