Home » Ghatal : ঘাটালের মনসুকায় আরও একটি নতুন ব্রিজ নির্মাণ! পরিদর্শনে সেচ মন্ত্রী

Ghatal : ঘাটালের মনসুকায় আরও একটি নতুন ব্রিজ নির্মাণ! পরিদর্শনে সেচ মন্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

Construction of another new bridge in Mansuka of Ghatal! Irrigation Minister in visit

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটালের মনসুকায় আরও একটি নতুন ব্রিজ তৈরির তোড়জোড় শুরু করলো সেচ দপ্তর। নির্মাণ স্থান পরিদর্শন করে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, সাধারণ মানুষের দাবি মেনে মনসুকায় ঝুমি নদীর সাথে তামিল্ল্যা খালের সংযোগ স্থানে সুইলিস গেট ব্রিজ তৈরি হবে। সারাবছর দুই জেলার হাজার হাজার মানুষের বাঁশের মাচা পার হয়ে ঘাটাল শহরে যাওয়ার ভোগান্তি দূর হবে। এর পাশাপাশি এখানে ব্রিজ ও সুইলিস গেট তৈরি হলে নদীর জলে চাষযোগ্য বিস্তীর্ণ এলাকা প্লাবনের হাত থেকে মুক্তি পাবে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ঘাটাল আসেন রাজ্যের সেচ মন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের পর অন্যান্য প্রশাসনিক কর্তাদের নিয়ে পৌঁছে যান ঘাটাল ব্লকের মনসুকায়। মনসুকায় একটি নির্মীয়মান ব্রিজের দু’শো মিটার দূরত্বের মধ্যেই নতুন একটি ব্রিজ তৈরির কথা ঘোষণা করেন মন্ত্রী। পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র(আই.এ.এস) মহকুমা শাসক সুমন বিশ্বাস, সেচ দপ্তরের অন্যান্য আধিকারিক সহ জেলা সভাধিপতি, আশীষ হুদাইত, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মিলন পাত্র, তৃণমূল নেতা ও ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, সমাজসেবী অসিত গোস্বামী, কিংকর পন্ডিত সহ অনেকেই।

Ghatal

আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি

আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা

নতুন ব্রিজ তৈরির প্রস্তাবে খুশি এলাকার মানুষজন এবং বাঁশের মাচা পার হওয়া নিত্যযাত্রীরা। তবে মনুসুকার ভগবতী ব্রিজ নামে গত তিন বছর আগে যে ব্রিজটি নির্মীয়মান অবস্থায় রয়েছে সেই নির্মাণ কাজ দ্রুত শেষ করার আবেদন জানিয়েছেন মনসুকাবাসী। প্রসঙ্গত স্থানীয় সুত্রে জানা যায়,কয়েক বছর আগে এই তামিল্যা খালের উপর ব্রিজ তৈরির সয়েল টেস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে তার ই-টেন্ডার নোটিশ জারি হয়ে গিয়েছিল। কিন্তু তা সম্পূর্ণ হয়নি। ফের এই ব্রিজ তৈরির তোড়জোড় শুরু করলো রাজ্য সেচ দপ্তর।

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.