Home » Midnapore : মেদিনীপুর শহরের রাস্তায় যানজট এড়াতে টোটোতে রং, অটো-টোটো সংঘর্ষ এড়াতে একাধিক পদক্ষেপ

Midnapore : মেদিনীপুর শহরের রাস্তায় যানজট এড়াতে টোটোতে রং, অটো-টোটো সংঘর্ষ এড়াতে একাধিক পদক্ষেপ

by Biplabi Sabyasachi
0 comments

Colour in Toto to avoid traffic congestion on Midnapore city roads, multiple steps to avoid auto-toto collisions

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যতদিন যাচ্ছে যানজট বাড়ছে শহরের অলিগলি থেকে রাজপথ। নিত্য হয়রানির শিকার সাধারণ মানুষজন। সব থেকে সমস্যা বাড়িয়ে তুলছে টোটো। কোনো সিগন্যাল না দেখিয়ে যেখানে সেখানে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার ফলে বাড়ছে দুর্ঘটনা। মাঝে মধ্যেই শহরের বুকে অটো-টোটোর সংঘর্ষে উত্তেজনা। যার ফলে উদ্বেগে প্রশাসন। সব দিক বিবেচনা করে শহরে এবার যানজট এড়াতে একাধিক পদক্ষেপ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

সেই সঙ্গে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে টোটো ও অটো ইউনিয়নকে। মেদিনীপুর সদর মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “কিছুদিন আগে কালেক্টরেট মোড়ে যে সমস্যা হয়েছিল তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।” মঙ্গলবার টোটো-অটোর সংঘর্ষের সমস্যা এবং যানজট এড়াতে একটি বৈঠক হয় মেদিনীপুর পৌরসভায়। যেখানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পুলিশ, মহকুমা শাসক, পৌরসভার পৌরপ্রধান, টোটো ও অটো ইউনিয়নের নেতারা।

Midnapore

জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 2 মে থেকে অবৈধ টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, টোটোর জন্য নির্দিষ্ট রুট ও ষ্টপেজ ঠিক করে দেওয়া হবে। অবৈধ টোটো চিহ্নিত করতে বৈধ টোটোতে রং করা হবে। যাতে সহজেই অবৈধ টোটো চিহ্নিত করা যায়। জেলা পরিবহন দপ্তরের আধিকারিক দত্ত জানিয়েছেন, “অটোর মতো বৈধ টোটোগুলিতে নম্বর দেওয়া হবে। পাশাপাশি টোটোগুলিতে কালার করা হবে যাতে সহজে চেনা যায়।”

পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “একটি যে কোনো কালার দেওয়া হবে বৈধ টোটোতে। এখন পর্যন্ত ২৮০ টি বৈধ টোটো রয়েছে। কিন্তু তার বাইরে আরো কয়েকশো টোটো চলাচল করছে। যার ফলে নিত্য যানজট তৈরি হচ্ছে শহরের বুকে। সমস্যায় ভুগছেন শহরবাসী। টোটোর সংখ্যা কমানোর দাবি জানিয়েছিলেন শহরবাসীদের একাংশ। এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৈধ টোটোতে রং করা হবে, যাতে পুলিশ প্রশাসন সবার চিহ্নিত করতে সুবিধা হয়।

শহরের বাইরের টোটো শহরে চলাচল করতে পারবে না। যানজট এড়াতে নির্দিষ্ট স্টপেজ ও রুট চিহ্নিত করে দেওয়া হবে। যেন অটো-টোটোর মধ্যে যাত্রী তোলা নিয়ে সংঘর্ষ না বাঁধে।” আইএনটিটিইউসি-র মেদিনীপুর শহর সভাপতি বুদ্ধ মহাপাত্র বলেন, “প্রশাসনের ভূমিকায় আমরা খুশি, একটি সুস্থ সমাধানের পথ বের হয়েছে। শহর যানজটমুক্ত করতে অবৈধ টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে।”

আরও পড়ুন : শিশুকে মৃত বলে শংসাপত্র, সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু! চরম গাফিলতি সরকারী হাসপাতালে

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.