পত্রিকা প্রতিনিধি : পোল্ট্রি ফার্মে ঢুকে যাওয়া এক গোখরো সাপ উদ্ধার করলেন সর্প বিশেষজ্ঞ। বৃহস্পতিবার খড়্গপুরের শালুয়ায় একটি পোল্ট্রি ফার্মে গোখরোটি দেখতে পাওয়া যায়। সর্প বিশেষজ্ঞ দেবরাজ চক্রবর্তী কে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি ধরেন এবং পরে গভীর জঙ্গলে ছেড়ে দেন ।দেবরাজ বলেন সাপটি গোখরো, এর আরেক নাম স্পেক্টাকেল কোবরা , অত্যন্ত বিষধর সাপ । তিনি আরো বলেন,বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য কেউ যেন সাপ না মারেন ।
সালুয়ায় বিশালাকায় গোখরো ,উদ্ধারে সর্প বিশেষজ্ঞ দেবরাজ
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -