Child Birth in Train : ট্রেনেই সন্তান প্রসব। তড়িঘড়ি উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলেন রেল কর্মীরা। ঘটনাটি রবিবার বেলা দেড়টা নাগাদ। জানা গিয়েছে, বিহারের গয়া এলাকার বাসিন্দা রঞ্জিত মাঝি ও তার স্ত্রী শোভা দেবী পেশায় ইটভাটার শ্রমিক। গোমো-খড়্গপুর ট্রেনে করে তারা খড়্গপুরে যাচ্ছিলেন। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ট্রেনেই সন্তান প্রসব। তড়িঘড়ি উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলেন রেল কর্মীরা। ঘটনাটি রবিবার বেলা দেড়টা নাগাদ। জানা গিয়েছে, বিহারের গয়া এলাকার বাসিন্দা রঞ্জিত মাঝি ও তার স্ত্রী শোভা দেবী পেশায় ইটভাটার শ্রমিক। গোমো-খড়্গপুর ট্রেনে করে তারা খড়্গপুরে যাচ্ছিলেন। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন।
পথেই প্রসব যন্ত্রণা, দ্রুতগতির ট্রেনে মেলেনি কোন সহযোগিতা। অগত্যা চন্দ্রকোনা সংলগ্ন এলাকাতে ট্রেনেই সন্তান প্রসব হয়। বিষয়টি রেলওয়ে বুঝতে পেরে পরবর্তী স্টেশন গুলিতে তৈরি থাকতে বলে আধিকারিকদের। সেইমতো মেদিনীপুর স্টেশনে রেলের আধিকারিক ও মহিলা কর্মীরা প্রস্তুত ছিলেন। হাজির হয়ে যায় মেদিনীপুর পৌরসভাও। মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার সাথে সাথে আগে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছিল মেদিনীপুর পৌরসভা।
আরও পড়ুন : দিল্লীতে সুবর্ণরৈখিক অববাহিকার ভ্রমণার্থীদের সম্মাননা জানাল সুবর্ণরৈখিক পরিবার
Child Birth in Train
হাজির ছিলেন রেল পুলিশের মহিলা কর্মী ও আধিকারিকরা। ট্রেনের নির্দিষ্ট কামরায় পৌঁছে দম্পতির পরিস্থিতি খতিয়ে দেখেন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে যান রঞ্জিত মাঝি ও শোভা দেবী। ধন্যবাদ জানান সকলকে। আরপিএফ-এর দীপক ঘোষ বলেন, “আমরা আগে থেকেই জানতে পেরে তৈরি ছিলাম।
আরও পড়ুন : “Kharagpur IIT কর্তৃপক্ষ অসহযোগিতা করছে, ছেলের মৃত্যু স্বাভাবিক নয়”, মন্তব্য মৃত ছাত্রর বাবার
আরও পড়ুন : ফের বেফাঁস দিলীপ ঘোষ! বললেন “প্রয়োজনে গলায় পা তুলে দেব”
উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সন্তান ও মা সকলেই সুস্থ রয়েছেন। মেদিনীপুর পৌরসভা ও সকলেই সহযোগিতা করেছে এজন্য সকলকে ধন্যবাদ।” গত দু’মাস আগে মেদিনীপুর স্টেশনের প্লাটফর্মেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেক্ষেত্রেও রেল পুলিশের তৎপরতা সাধুবাদযোগ্য ছিল। এবারও তৎপরতা দেখিয়ে ধন্যবাদ কুড়িয়েছেন।
আরও পড়ুন : পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণ কান্ডের নমুনা সংগ্রহে ফরেনসিক দল
আরও পড়ুন : কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করতে ৫ সদস্যের প্রতিনিধি দল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Child Birth in Train
– Biplabi Sabyasachi Largest Bengali