Midnapore Shots
পত্রিকা প্রতিনিধি: আদালতের নির্দেশ ছিল মেদিনীপুর শহরে প্রবেশ করতে পারবে না। এই শর্তেই জামিন পেয়েছিল ছোটো রাজা। আদালতের নির্দেশ অমান্য করে শনিবার ভর সন্ধ্যায় মেদিনীপুর শহরে তোলা আদায় করতে এসে গুলি চালালো কুখ্যাত দুস্কৃতি সুমন সিং। সুমন ওরফে মোটা রাজা কুখ্যাত দুষ্কৃতি বলেই পরিচিত মেদিনীপুর শহরে। পুলিশের খাতায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে। জেলও খেটেছে সে। ২০১৯ সালে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে খুন করেছিল। খুনের ঘটনায় জেল খাটে। কয়েক মাস আগে জামিন পাই।
আরও পড়ুন:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরল ‘মা’ ক্যান্টিন
আরও পড়ুন:- বালিচক-ডেবরা পুরসভা গঠন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের
আদালত শর্ত দিয়েছিল মেদিনীপুর শহরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে বন্দুক নিয়ে মেদিনীপুর শহরে তোলাবাজি করতে গিয়ে পুনরায় গুলি কান্ডে গ্রেপ্তার হলো মোটা রাজা। রাতেই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ওই দুষ্কৃতিদের চিহ্নিত করে ফেলে। এরপর ধাওয়া করে ধরে ফেলে এই কাণ্ডের মূল পান্ডা মেদিনীপুর শহরের বাসিন্দা সুমন সিং কে। তার কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন মোটা রাজাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দুয়ারে সরকার শিবির পরিদর্শন প্রধান সচিবের, লক্ষ্মীর ভান্ডারের মডেল উদ্বোধন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Shots
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore