Bombing
আরও পড়ুন ঃ-হলদিয়ায় গ্যাস ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ঔষধ ব্যবসায়ীর
পত্রিকা প্রতিনিধিঃ ভোট মিটতেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর। আর জেলায় এই অশান্তির মাঝেই ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শীতল কপাট’কে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বেশ কয়েকজন চিকিৎসাধীন ঘাটাল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। জানা গিয়েছে , শুক্রবার সন্ধ্যা নাগাদ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির বিধায়ক শীতল কপাট দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন ঘাটালের ৩ নম্বর অঞ্চলে বাঘানালা গ্রামে। আর সেই সময় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় বোমা বলে অভিযোগ।
ঘটনায় জখম হয় বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই ঘটনার পর বিধায়ক সহ আহত কর্মী সমর্থকদের প্রাথমিক চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, পুরো ঘটনায় জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ। তবে ঘাটাল ব্লক তৃণমূল নেতৃতের দাবি, শীতল কপাট মিথ্যা অভিযোগ করছে, কোনো বোমা ফাটানো হয়নি। তাছাড়া এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore