Home » Paschim Medinipur : পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, আহত ২

Paschim Medinipur : পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, আহত ২

by Biplabi Sabyasachi
0 comments

Sundarbans Book : তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। উড়ে গেল ছাউনির ত্রিপল ও অ্যাসবেসটস। ক্ষতিগ্রস্ত পাশে থাকা একটি মসজিদের বেশ কয়েকটি জানালার কাঁচ। ওই তৃণমূল কর্মীর নাম আবু তাহের মল্লিক। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের সঙ্গে দলের কোনও সরাসরি যোগ নেই।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। উড়ে গেল ছাউনির ত্রিপল ও অ্যাসবেসটস। ক্ষতিগ্রস্ত পাশে থাকা একটি মসজিদের বেশ কয়েকটি জানালার কাঁচ। ওই তৃণমূল কর্মীর নাম আবু তাহের মল্লিক। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের সঙ্গে দলের কোনও সরাসরি যোগ নেই। ঘটনাটি রবিবার সকালে দাঁতন ২ ব্লকের খণ্ডরুই এলাকায়।

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন : সুন্দরবনের মানুষজনের জীবন সংগ্রাম নিয়ে বই লিখলেন মেদিনীপুরের বনকর্তা

আহত হয়েছেন দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, বিজেপিকে এলাকায় কোনঠাসা করতে এই বোমা মজুত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারটির বক্তব্য, বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটেছে। সেখানে কোনও বোমা ছিল না।

Paschim Medinipur

বাইরে থেকে কেউ বা কারা বোমা মেরেছে। তাদের আরও দাবি, শুধু বাড়ির রান্না ঘরে নয়, বাড়ির কিছুটা দূরেও একটি বিস্ফোরণ হয়েছে। আবু তাহের মল্লিকের স্ত্রী লাইলি বিবি বলেন,”বাড়ির রান্নাঘরে রান্না হত। ছেলেমেয়ে নিয়ে আমাদের যাতায়াত ছিল। সেখানে কেন বোমা মজুত থাকবে। কেউ আক্রোশে বাইরে থেকে এই কাজ করেছে।” স্থানীয় বিজেপি নেতৃত্ব মানস ভুঁইয়া বলেন, “বিজেপিকে ধ্বংস করতে পরিকল্পনা করা হচ্ছিল।

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিম মেদিনীপুরে ‘আপ’-এর জেলা কার্যালয়ের উদ্বোধন

বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। কোনও ভাবে বিস্ফোরণ হয়। যাদের বাড়িতে হয়েছে সে তৃণমূলের সঙ্গে যুক্ত।” পরিবারটিও জানায়, তারা তৃণমূল করেন। তবে কারা এই ঘটনা ঘটাল ? পরিবারটির অভিযোগ, তৃণমূলের অপর এক গোষ্ঠী ও বিজেপির দিকে। দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি শৈবাল গিরি বলেন, “তৃণমূল নয়, এলাকায় সমাজবিরোধী বলেই পরিচিত। আমি যতটুকু খবর পেয়েছি বাড়িতে মজুত বোমা ফেটে এই ঘটনা ঘটেছে।”

দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানও বলেন, “পুলিশকে বলেছি। তারা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। দলের কেউ হলেও ছাড়া পাবে না।” এদিনের ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলেই অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাঁতন ২ পশ্চিম মণ্ডলের সভাপতি পরিমল কুণ্ডু বলেন, “একদিকে বিজেপিকে কোনঠাসা করতে ও অন্যদিকে নিজেদের দ্বন্দ্বের ফলে বোমা মজুত করার ঘটনায় এই ঘটনা ঘটেছে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.