Home » Mamata Banerjee : “আদিবাসী-কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি”, শালবনীতে তোপ মমতার, ঝাড়গ্রামে কনভয়ে হামলায় আটক কুড়মি নেতা

Mamata Banerjee : “আদিবাসী-কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি”, শালবনীতে তোপ মমতার, ঝাড়গ্রামে কনভয়ে হামলায় আটক কুড়মি নেতা

by Biplabi Sabyasachi
0 comments

“BJP wants to start fight between tribals-Kurmis”, said by Mamata Banerjee in Salboni, Kurmmi leader arrested in convoy attack in Jhargram

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘নব জোয়ার’ কর্মসূচীতে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার নয়াগ্রাম থেকে আটক করা হল কুড়মি নেতা রাজেশ মাহাত-কে। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। যদিও পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে কুড়মিদের ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Mamata Banerjee
নিজস্ব চিত্র

তিনি বলেন, “আমি বিশ্বাস করি এ কাজ কুড়মি ভায়েরা করতে পারে না। কুড়মিদের নাম করে এই অত্যাচার করছে বিজেপি।” উল্লেখ্য, শুক্রবার ঝাড়গ্রাম শহর থেকে লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় শালবনীর দিকে যাচ্ছিল। সেইসময় রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি আন্দোলনকারীরা। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশে ‘চোর চোর’ বলে স্লোগানও দেওয়া হয়। এর পর তৃণমূলের শীর্ষ নেতার কনভয়ের শেষে থাকা মন্ত্রী বিরবাহার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইটও।

তাতে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, দলীয় কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। কনভয়ে হামলার অভিযোগে রাজেশ-সহ একাধিকজনের নামে এফআইআর দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে শুক্রবার রাতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কুড়মি নেতা রাজেশ মাহাতকে আটক করার খবর পুলিশ সূত্রে। যদিও ওই ঘটনার দায় নেয়নি কুড়মি নেতারা। কুড়মি নেতা সুদীপ মাহাত জানিয়েছেন, “অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনা। তীব্র প্রতিবাদ জানাই।

Mamata Banerjee

ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর সভা থেকে তিনি বলেন, “বিজেপির প্ল্যান হচ্ছে কুড়মি আর আদিবাসীদের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আর বিজেপি মাঝখান থেকে ফায়দা তুলবে। এর জন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে। অনেক নেতাদের কয়েক কোটি টাকা দিয়েছে। প্রতিদিন গন্ডগোল করবার জন্য।

আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে

যারা কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন, রেল লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারো বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, সেই মাথাগুলো মনে রাখবেন। যদি ভালো ভাবে থাকতে হয় আপনাদের মাথায় ছাতা আমি ধরবো। আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন, আর টাকা খেয়ে বিজেপি যা বলবে মুখোশ পরে বিজেপির শ্লোগান আর সামনে বাম রাম ডান দিয়ে অভিষেকের কনভয়ে অ্যাটাক করা হচ্ছে। আমি মাহাতো নেতাদের ভেবে দেখতে বলবো আপনি যদি আমাকে বলেন স্কুল করে দিতে করে দেব, ডেভেলপমেন্ট সেন্টার বলুন করে দেব।”

শ্রীকান্ত মাহাতকে উদ্দেশ্যকে করে মুখ্যমন্ত্রী বলেন, “কত বড় নেতা অথচ মাহাতদের কথাটা বলেন না। ওদের হয়ে আমরা চিঠি দিয়েছি, সেন্টাল গভর্নমেন্ট বলে আমরা করতে পারব না। রিজেক্ট করে দিয়েছে। চারবার চিঠি দেওয়া হয়েছে। আমাদের কাছে যা ছিল আমরা সব দিয়ে দিয়েছি, কেন বলতে পারো না তুমি?” কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, “কুড়মিরা কোনো হামলা চালায় নি। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। দোষীদের চিহ্নিত করুক। কে কাকে টাকা দিচ্ছে পুলিশ দেখুক বিষয়টি।” পাশাপাশি রাজেশ মাহাতকে আটকের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “নিঃশর্তে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।”

আরও পড়ুন : ঝুমুর-কীর্তণ দলে নৃত্য ও জঙ্গলের শাল পাতা বিক্রি করে উচ্চ মাধ্যমিকে সফল শালবনীর লক্ষ্মী

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে যুগ্ম প্রথম ঝাড়গ্রামের দুই আদিবাসী কন্যা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Mamata Banerjee

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.