President Draupadi Murmu : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মু-কে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার লালগড়ে সভা করল বিজেপি। তার আগে একটি পদযাত্রাও করে। উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, খড়্গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মু-কে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার লালগড়ে সভা করল বিজেপি। তার আগে একটি পদযাত্রাও করে। উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, খড়্গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া জাতির মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসেন।
গতবারে দলিত সম্প্রদায়ের রামনাথ কোবিন্দ-কে রাষ্ট্রপতি করেছিলেন। ঠিক একইভাবে এবারে রাষ্ট্রপতি করেছেন জনজাতি, মূলবাসী, আমাদের একজন দিদি দ্রৌপদী মুর্ম্মু-কে। তা আজ আমাদের কাছে আনন্দের বিষয়। বিশেষ করে জঙ্গলমহলের বিভিন্ন এলাকার।” রাষ্ট্রপতি ভবন থেকে যে ছবিটি সরকারিভাবে দেওয়া হবে, সেই ছবি প্রতিটি পঞ্চায়েত এলাকায় ধামসা মাদল সহকারে পৌঁছে দিয়ে আসার ডাকও দেন শুভেন্দু।
আরও পড়ুন : কাঁসাই রেল লাইন থেকে মেদিনীপুর শহরের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পাশাপাশি কলকাতার ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সভাকে নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেন, “কলকাতায় শহিদ দিবস নয়, ছিল জেহাদ দিবস। শহিদ দিবসে শহীদদের কথা ছিল না। কারো বুকে কালো ব্যাজ ছিল না, কারো মুখে শোক প্রস্তাব ছিল না।” মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে মিথ্যাচার বলেও কটাক্ষ করেছেন। শুভেন্দু বলেন, “দিদিমণি গ্যাস সিলিন্ডার দেখিয়েছেন কিন্তু বিদ্যুতের বিল দেখান নি।
আগে দু টাকা তিরিশ পয়সা ছিল, এখন সাত টাকা করে বিল নিচ্ছেন। আর মোদীজি গ্যাস সিলিন্ডারে 200 টাকা করে ছাড় দিয়েছেন। দিদিমণি ৩০০ টাকা করে পকেট কাটছেন।” পাশাপাশি ডিজেল পেট্রোলে কেন্দ্রের ছাড় নিয়েও রাজ্যকে কটাক্ষ করে বলেন, “উনি মদে ছাড় দিয়েছেন। রাজ্যে বেআইনি মদের রমরমা কারবার চলছে। উনি মানুষের সর্বনাশ করছেন।”
এদিন ধর্মতলার সভায় মুড়িতে জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “মুড়িতে কোন জিএসটি লাগু হয়নি। উনি মিথ্যা কথা বলেছেন। আমি বিরোধী দলনেতার দায়িত্ব নিয়ে বলছি, কোনো ফুড প্রোডাক্টে জিএসটি নেই। খুচরো মুড়ি বিক্রি উপরে কোন জিএসটি নেই।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
President Draupadi Murmu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore