Home » West Midnapore : গ্রীষ্মে পাখিদের জল কষ্ট মেটাতে পশ্চিম মেদিনীপুরে বাড়ি বাড়ি মাটির সরা বিলি বিজেপির

West Midnapore : গ্রীষ্মে পাখিদের জল কষ্ট মেটাতে পশ্চিম মেদিনীপুরে বাড়ি বাড়ি মাটির সরা বিলি বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

BJP distributes pot in West Midnapore to alleviate water scarcity of birds in summer

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “বাড়ি বাড়ি জল প্রকল্প”এর পাশাপাশি পাখিদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করলেন বিজেপি নেতারা। বিভিন্ন গ্রামে মাটির সরা বিলি করে তাতে পাখিদের জন্য পানীয় জল দেওয়ার অনুরোধ করলেন গ্রামবাসীদের কাছে। সাধ্যমত খাবার দেওয়ারও অনুরোধ করেছেন তারা।

West Midnapore
নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কয়েক হাজার এমন মাটির সরা বিলি করলেন তারা। বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত দাস বলেন, “আগামী ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে প্রচার করার কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন “বাড়ি বাড়ি জল প্রকল্প” বিষয়ে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি প্রচার করা হয়েছে।

Advertisement

সেইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামের বিভিন্ন পরিবারের হাতে মাটির সরা দেওয়া হয়েছে। গ্রামবাসীদের অনুরোধ করেছি তাতে কিছুটা জল ও সাধ্যমত কোন খাবার খোলা জায়গায় ছায়াতে দিয়ে রাখতে। যাতে গ্রীষ্মের দাবদাহে পাখিরা পানীয় সংকট থেকে কিছুটা সুরাহা পেতে পারে।” যদিও তিনি বলেন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

West Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.