বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১৪৪ বছর পর সেই মাহেন্দ্রক্ষণ, এক মাসের বেশি সময় ধরে চলবে মহাকুম্ভের মেলা। দেশের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে এই মহাকুম্ভ।সারা পৃথিবী জুড়ে বহু পুণ্যার্থী এসেছেন এই মেলাতে। তবে সেই মেলায় যোগ দিতে এবং পুণ্য লাভের আশায় পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে যাত্রা এক যুবকের, বাড়ি দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
2/5. পবিত্র মহাকুম্ভের মেলায় যোগ দিতে এবং পুণ্য স্নানের আশায় খালি পায়ে হেঁটে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা তার। গত বছর রাম মন্দির উদ্বোধনে, বাড়ি থেকে খালি পায়ে রাম মন্দির এর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই যুবক। এবার লক্ষ্য প্রয়াগরাজ। । চলতি পথে জপছেন রাম নাম। সামান্য ফল বিস্কুট খেয়েই মহাকুম্ভের মেলায় অংশ নিতে যাত্রা তার।
3/5. শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা, গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি হেঁটে চলেছেন। মাঝে কোথাও বিশ্রাম নিচ্ছেন। তিনি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা গোপাল রাউল। ছোট্ট একটা পিঠে ঝোলানো ব্যাগ, একটা ব্যানার তার ব্যাগের সঙ্গে বাঁধা, সঙ্গে দেশের জাতীয় পতাকা। মাথায় বাঁধা গেরুয়া ফেট্টি। খালি পায়ে রাম নাম জপতে জপতে তিনি চলেছেন প্রয়াগ রাজের উদ্দেশ্যে। ত্যাগ করেছেন পরিবারের মায়া। সাংসারিক নানান চাপকে পাশে রেখেই তিনি থাকেন বিভিন্ন আশ্রমে। ভগবান নাম করা, সনাতনী সংস্কৃতিতে এগিয়ে নিয়ে চলা তার লক্ষ্য।
আরও পড়ুন : Medinipur Hospital : মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে ফের উত্তেজনা, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম
আরও পড়ুন : Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর
4/5. বাড়ি থেকে বেরিয়েছেন সোমবার বিকেলে। এরপর ধীরে ধীরে তার গন্তব্য প্রয়াগরাজ। হাতে মাত্র পাঁচশ টাকা। সহায় সম্বল বলতে একটি কম্বল এবং ব্যাগে থাকা সামান্য জিনিসপত্র। খালি পা, হাতে ভারতের জাতীয় পতাকা। পিঠে ব্যাগ নিয়ে গেরুয়া বসন পরে তিনি চলেছেন মহা কুম্ভের মেলায়। পথে দেখা হওয়া মানুষজনের সঙ্গে কথা বলা এবং তাদের থেকে সামান্য ফল, বিস্কুট নিয়ে পৌঁছবেন কুম্ভতে। লক্ষ্য সনাতনী সংস্কৃতি রক্ষা করা, সেই উদ্দেশ্যেই তার এই প্রায় ৯০০ মাইল পথে হাঁটা।
5/5. এবার প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ এর মেলায় যোগ দেবেন তিনি। দেশের সর্ববৃহৎ বহু মানুষের, পুণ্যার্থীর পুণ্য স্পর্শে এই মেলার ভাগীদার হতে চান তিনি। তবে পায়ে হেঁটে যেতে কষ্ট হচ্ছে না তার? তিনি বলেন, ভগবানের কাছে পৌঁছতে এই কষ্ট তার কাছে কিছুই নয়। তবে সে যাই হোক তার সময় লাগবে প্রায় কয়েক সপ্তাহ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
আরও পড়ুন : Murder Suspected in Chandrakona : মাথা থেঁতলানো রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার চন্দ্রকোণায়! তদন্তে পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mahakumbh journey by barefoot
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper