নিজের সদ্যোজাত শাবককে খেয়ে ফেলল মা এমনই কাণ্ড ঘটেছে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে।ঝাড়গ্রাম চিড়িয়াখানায় জন্মের ৪২ দিনের মাথাতেও চিতা শাবকের খোঁজ না মেলায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই দাবি করল। চিতাবাঘটিকে রাত্রিযাপনের ঘরে আটকে রাখে এনক্লোজারে তল্লাশি করেন বনকর্মীরা। এনক্লোজারের ঘন ঝোপ-জঙ্গলও পরিষ্কার করা হয়। সেখানে কোথায় শাবকটিকে খুঁজে পাওয়া যায়নি। চিড়িয়খানা কর্তৃপক্ষের দাবি, মা নিজেই তার শাবককে খেয়ে নিয়েছে।
জানা গিয়েছে, ২০১৭ সালে অক্টোবরে উত্তরবঙ্গের খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্র থেকে ‘সোহেল’ নামে একটি পুরুষ চিতা আনা হয়। গত বছর সেপ্টেম্বরে খয়েরবাড়ি থেকেই আনা হয় ‘হর্ষিণী’ নামে একটি স্ত্রী চিতাকে। গত ১৪ এপ্রিল শাবক প্রসব করে স্ত্রী চিতাটি। কিন্তু তারপর থেকে আর শাবকটিকে খুঁজে পাচ্ছিল না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন, চিতাবাঘটিকে আটকে রেখে এদিন আমরা এনক্লোজারে খুঁজেছি। এনক্লোজার পরিষ্কার করা হয়েছে। শাবকটিকে পাওয়া যায়নি। মা নিজেই শাবকটিকে খেয়ে নিয়েছে বলে অনুমান।