Home » বন্যার জল নামতেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বাড়ছে জ্বরের দাপট, ক্ষোভ এলাকাবাসীর

বন্যার জল নামতেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বাড়ছে জ্বরের দাপট, ক্ষোভ এলাকাবাসীর

by Biplabi Sabyasachi
0 comments

Fever

আরও পড়ুন ঃঘাটাল উপ-সংশোধনাগারে কোমর সমান জল, কড়া নিরাপত্তায় আসামিদের পাঠানো হল মেদিনীপুরে

পত্রিকা প্রতিনিধি: বন্যার প্রকোপে জলের তলায় পানীয় জলের টিউবওয়েল, সাবমার্শিবল। পান করতে হচ্ছে বন্যায় বাড়ির উঠোনে আসা দূষিত জলই। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কেশপুর (Keshpur) ব্লকের গোপালচকের (Gopalchawk)। তবে কিছুটা নেমেছে জলস্তর। বাড়ির দেওয়াল গুলো এখনো স্যাঁতস্যাঁতে। কোথাও ভেঙে পড়ছে দেওয়াল আবার কোথাও ভাঙার আশঙ্কাও রয়েছে। নেই পানীয় জল, নেই খাবার। কোনরকমে বন্যার জল পান করে দিন গুজরান করছেন বাসিন্দারা। হাহাকার পড়েছে পানীয় জলের। প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছালেও তা ছিল খুবই কম।

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। জলের তলায় পানীয় জলের টিউবওয়েল। এলাকায় সাবমার্শিবল থাকলেও বিদ্যুৎ না থাকায় অকেজো। বন্যার জল পান করে অসুখে ভুগছেন বাসিন্দারা। কেশপুরের ধলহারা গ্রাম পঞ্চায়েতের গোপালচক এলাকার বহু পরিবারে দেখা গেল জ্বর ও মাথা যন্ত্রণায় ভুগছেন বাড়ির সদস্যরা। জ্বর শরীরে বাড়ির উঠোনে শুয়ে রয়েছে মহিলারা। স্থানীয়রা জানান, পানীয় জল মিলছে না। কোনোরকমে শুকনো মুড়ি খেয়ে বেঁচে আছি। বাড়িতে থাকা উনুন জলে ভিজে যাওয়ায় দু’মুঠো চাল ফুটিয়ে খাওয়ারও পরিস্থিতি নেই। প্রশাসনিক ভাবে কোনোরকম সাহায্য না পাওয়ারও অভিযোগ।

Advertisement

ওই এলাকার জ্বরে আক্রান্ত রাইমণি কিস্কু (Raimoni Kisku) নামে এক মহিলা জানান, এলাকার সমস্ত পরিবারের লোকেদের জ্বর, মাথা যন্ত্রণা শুরু হয়েছে। পানীয় জল না থাকায় বন্যার জল খেয়ে এই ভোগান্তি। সঙ্গে খাবারের খোঁজে যেতে হয়েছে দূরে বন্যার ঠান্ডা জল পেরিয়ে। ফলে পাড়ার সকলে ভুগছেন জ্বরে। কিছুটা জলস্তর নামায় বাড়ির ছোটোদের জন্য দূর থেকে পানীয় জল আনতে বাধ্য হচ্ছেন জ্বর শরীর নিয়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এসইউসিআই (SUCI) দলের জেলা সম্পাদক নারায়ন অধিকারী (Narayan Adhikary)। তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় ওই পরিবারগুলিতে পানীয় জল ও খাবার পৌঁছে দিক প্রশাসন। সঙ্গে চিকিৎসার জন্য পাঠানো হোক মেডিক্যাল টিম। পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত (Subhra Dey Sengupta) জানিয়েছেন, পানীয় জল ও খাবারের বন্দোবস্ত করা হবে। স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলবো মেডিক্যাল টিম পাঠানোর জন্য।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fever

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.