Home » Jhargram Murder Case : ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ২, অধরা তিন প্রধান অভিযুক্ত

Jhargram Murder Case : ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ২, অধরা তিন প্রধান অভিযুক্ত

by Biplabi Sabyasachi
0 comments

Arrested on suspicion of involvement in the murder case of a secondary school student in Jhargram

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাধ্যমিক পরীক্ষার্থী দীপ সাহার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বছর একুশের রাজ দলাই ও ঊনিশ বছরের কিষাণ করকে শুক্রবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে পাঁচদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। যদিও মামলার মূল এফআইআর-এ এই দু’জনের নাম নেই। এফআইআর-এ নাম থাকা মূল তিন অভিযুক্ত অনুরাগ তেওয়ারি, আয়ূষ যাদব ও কৌশিক দাস এখনও অধরা। পুলিশের অবশ্য বক্তব্য, তদন্তে কিষাণ ও রাজের নাম পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:- ডেবরায় কিশোরী ‘খুন’, মেদিনীপুরে জেলা শাসক দফতরে বিক্ষোভ

Murder Case
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- নেই জেলা ও শহর সভাপতি, মেদিনীপুরে তৃণমূলের মিছিলে নেতৃত্ব সৌমেনের

তাই তাদের ধরা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে মূল অভিযুক্তদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। রাজের বাড়ি ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ায়। কিষাণ বিনপুরের দহিজুড়ির বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। দোলের দিন ঝাড়গ্রাম শহরের সুভাষপল্লীর বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী বছর পনেরোর দীপ সাহাকে ছুটিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।

Jhargram Murder Case

আরও পড়ুন:- কল করতে গিয়ে ব্লাস্ট মোবাইল! প্রাণে বাঁচলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

Murder Case
মাধ্যমিক পরিক্ষার্থী দীপ সাহা

আরও পড়ুন:- মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা

আইটিআই মাঠের কাছে রাস্তার ধারে রঙ মাখা দীপের অচেতন দেহ পড়ে থাকতে দেখা যায়। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপের মৃত্যু হয়। দীপের বাবা খুনের অভিযোগ দায়ের করেন স্টেশনপাড়ার অনুরাগ, আয়ূষ ও উত্তর বামদার কৌশিকের বিরুদ্ধে। ঘটনার পরেই ফেরার হয়ে যায় তিন অভিযুক্ত। অবিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ, পথ অবরোধ, মৌন মিছিল, মোমবাতি প্রজ্জ্বলনের মতো নানা কর্মসূচী হয়েছে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে তরুনীকে ‘ধর্ষণের পর খুন’, আটক ৩, ভাড়াটিয়া রাজমিস্ত্রীকে খুঁজছে পুলিশ

Advertisement

আরও পড়ুন:- “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশবডিহি আর স্টেশন পাড়ার কিশোর-যুবকদের মধ্যে অনেকদিন ধরেই গোলমাল চলছিল। দোলের দিনও আইটিআই চত্বরের কাছে দু’পক্ষের মারামারির সময়ে আক্রান্ত হয় দীপ। ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর নবু গোয়ালার অভিযোগ, ‘‘দীপকে খুন করা হয়েছে। মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’’ ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও ধরার জন্য তল্লাশি চলছে।’’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Jhargram Murder Case

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.