Home » Duare Ration Corruption : দুয়ারে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, গ্রেফতার রেশন ডিলার

Duare Ration Corruption : দুয়ারে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, গ্রেফতার রেশন ডিলার

by Biplabi Sabyasachi
0 comments

Duare Ration Corruption : দুয়ারে রেশন কর্মসূচিতে ওজনে দুর্নীতি। হাতেনাতে গ্রামবাসীরা ধরে ডিলারকে তালা বন্ধ করলেন। প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে আটকে রেখে খবর দিলেন খাদ্য দপ্তরে। ঘটনায় রীতিমতো উত্তেজনা কেশপুরের খড়িকা এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুয়ারে রেশন কর্মসূচিতে ওজনে দুর্নীতি। হাতেনাতে গ্রামবাসীরা ধরে ডিলারকে তালা বন্ধ করলেন। প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে আটকে রেখে খবর দিলেন খাদ্য দপ্তরে। বিষয়টি খতিয়ে দেখে মালপত্র বাজেয়াপ্ত করে ডিলারকে আটক করল পুলিশ। ঘটনায় রীতিমতো উত্তেজনা কেশপুরের খড়িকা এলাকায়। ওই এলাকাতে স্থানীয় রেশন ডিলার রফিকুল আলমের কাছ থেকে পাশাপাশি খড়িকা, রশিদপুর, আমলিয়া, কুন্ডা গ্রামের প্রায় দুই হাজার গ্রাহক রেশন সংগ্রহ করে থাকেন দীর্ঘদিন ধরে।

আরও পড়ুন : এবার মেদিনীপুরে মহিলা মহাবিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ ছাত্রীদের

Duare Ration Corruption

সম্প্রতি গ্রামবাসীদের করা আবেদনের ভিত্তিতে দুয়ারে রেশন কর্মসূচি অনুমোদন পায় খড়িকা এলাকার জন্য। শুক্রবার থেকেই ওই ডিলার মালপত্র নিয়ে খড়িকা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেশন বিলির উদ্যোগ নেয়। রেশন ডিলারের দুর্ব্যবহারের অভিযোগ আগেও ছিল। শুক্রবার থেকে এই ডিলারের কাছে রেশন সামগ্রী কম পাওয়ার বিষয়টি প্রকট হয় গ্রামবাসীদের কাছে। বিষয়টি খাদ্য দপ্তরের আধিকারিকরা এসে ঐদিন সংশোধনের নির্দেশ দিয়ে যায়।

আরও পড়ুন : ‘বিয়ে না দেওয়া পর্যন্ত উঠব না!’ পশ্চিম মেদিনীপুরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

Duare Ration Corruption

শনিবার সকাল থেকে পুনরায় রেশন দেওয়া শুরু করলে দেখা যায় প্রতিটি গ্রাহকের কাছ থেকে দুই থেকে তিন কিলো করে রেশনের সামগ্রি কম। বুঝতে পেরে ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী অনাদি রায় বলেন, “সরকারি নির্দেশিকা সত্ত্বেও এই গ্রামে দুয়ারে রেশন কর্মসূচি ছিল না। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করে এই শিবির শুরু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই ডিলার প্রতিটি গ্রাহকের অনেক রেশন সামগ্রী কমিয়ে বিলি করছেন।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মেয়েদের মধ্যে প্রথম, শিক্ষিকা হতে চান শ্রেয়সী

Advertisement

জিনিসটি আজকে জানতে পেরেছি আমরা। তাহলে গত ১০ বছর ধরে উনি সকলকেই এই হারে মাল কম দিয়েছেন। সেই সমস্ত রেশন সামগ্রী আমাদের দিতে হবে এবং এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।” ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই ডিলারকে খড়িকা প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। ঘিরে রাখে চারদিক থেকে। বেলা এগারোটা থেকে চলে চরম বিক্ষোভ-উত্তেজনা। ঘটনাস্থলে আসে খাদ্য দপ্তরের আধিকারিক।

আরও পড়ুন : অনলাইনে পরীক্ষার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের

খাদ্য দপ্তরের আধিকারিক বুদ্ধদেব আদক বলেন, “গতকাল এসে ওনাকে নিয়ম নির্দেশিকা জানিয়ে দিয়ে গিয়েছিলাম। গ্রামবাসীদের অভিযোগ মত আজকে এসে সব দেখেছি। পুরো বিষয়টি আমি দফতরের কাছে জানাবো।” ঘটনায় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ওই রেশন ডিলার রফিকুল আলম। তার দাবি, “ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে। গ্রামবাসীদের সব অভিযোগ সত্যি নয়। তবে আমার কিছু ভুলের জন্য এটা হয়েছে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Ration Corruption

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.