Home » Bomb Blast : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে

Bomb Blast : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে

by Biplabi Sabyasachi
0 comments

Bomb Blast : তৃণমূলের আইএনটিটিইউসির এক নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ। বোমাতে দুটি গাড়ি ও বাড়ির আংশিক পুড়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ল দাঁতন ২ ব্লকের সাবড়াতে। আইএনটিটিইউসির নেতৃত্ব, স্থানীয় পঞ্চায়েত সদস্য আসগার আলির অভিযোগ, বৃহস্পতিবার রাতে বোমা ছোঁড়া হয়। বৃহস্পতিবার তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণার পর রাতে এলাকায় মিছিল হয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের আইএনটিটিইউসির এক নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ। বোমাতে দুটি গাড়ি ও বাড়ির আংশিক পুড়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ল দাঁতন ২ ব্লকের সাবড়াতে। আইএনটিটিইউসির নেতৃত্ব, স্থানীয় পঞ্চায়েত সদস্য আসগার আলির অভিযোগ, বৃহস্পতিবার রাতে বোমা ছোঁড়া হয়। বৃহস্পতিবার তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণার পর রাতে এলাকায় মিছিল হয়।

Bomb Blast
নিজস্ব চিত্র

আরও পড়ুন : খড়্গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের সভা থেকে তুলে নিয়ে গেল চাকরি দেওয়ার নাম করে প্রতারক বিজেপি নেত্রীকে

তৃণমূলের নতুন ব্লক সভাপতি হয়েছেন ইফতেকার আলি। অভিযোগ, মিছিল থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। বোমা মারার ফলে বাড়ির সামনে থাকা একটি গাড়ি সম্পূর্ণ পুড়েছে। আসগার দাঁতন ২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা আইএনটিটিইউসির সভাপতি শৈবাল গিরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। বৃহস্পতিবার ব্লক সভাপতির পদ থেকে শৈবালকে সরিয়েছে রাজ্য তৃণমূল।

আরও পড়ুন : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

Bomb Blast

আসগারের অভিযোগ, সেই আক্রোশেই সভাপতির নাম ঘোষণার পর এই ঘটনা ঘটানো হয়েছে। রাতে পুলিশ এলাকায় যায়। পুলিশি টহল চলছে। যদিও নতুন ব্লক সভাপতি ইফতেকার আলি বলেন,” বদনাম করার জন্য মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। শুনেছি গাড়ির পেট্রল থেকে গাড়িতে আগুন লেগেছে। একপক্ষ আমার নতুন দায়িত্ব পাওয়া মেনে নিতে পারছেন না।”

আরও পড়ুন : কুলটিকরী ইয়ং ফ্রেন্ডস কালচারাল এসোসিয়েশন এর গণেশ পূজার উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ, বাজেয়াপ্ত শতাধিক গাছের লগ

আসগার আলি জানান, তার বাড়ির সামনে থাকা দুটি গাড়ি বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ির কিছুটা অংশ পুড়েছে। যদিও গাড়িগুলি তার আত্মীয় তথা দাদা ও ভাইয়ের। তিনি বলেন,” এলাকায় নতুন সভাপতি হওয়ার পর আক্রোশেই এই আক্রমণ। শৈবালের অনুগামী হয়ে কাজ করেছি বলেই এই আক্রোশ।” দাঁতন ২ ব্লকে তৃণমূলের দ্বন্দ্ব আছেই।

প্রাক্তন ব্লক সভাপতি শৈবাল গিরির সমান্তরাল এক পক্ষ আলাদা থেকে কাজ করেছে। অপরপক্ষের মুখ ইফতেকার। তিনি ব্লকের যুব সভাপতি ছিলেন। বৃহস্পতিবার ব্লক সভাপতির দায়িত্ব পান। বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোশাফ মল্লিক বলেন,” নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়। দলের দ্বন্দ্ব সামলাতে পারছে না তৃণমূল। মানুষের কাজ আর কি করবে।” 

আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের

আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০

দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে  বলেন,” নতুন ব্লক সভাপতির বদনাম করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ কাজ করা হয়েছে। অন্য কিছু নয়।” বৃহস্পতিবার বিকেলে দাঁতনের সাবড়াতে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সভা করেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে মারধরেই দাওয়াই দিয়েছিলেন। তারপরেই তৃণমূলের নিজেদের মধ্যেই দ্বন্দ্বের ঘটনায় এলাকায় শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি

আরও পড়ুন : রাজ্যস্তরে ক্যুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মেদিনীপুর রয়্যাল অ্যাকাডেমি’-র

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bomb Blast

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.