Bank Fraud : কৃষি লোন প্রাপকদের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর ঝাড়গ্রাম শাখার ‘মিডিল ম্যান’- এর বিরুদ্ধে। ওই ব্যাংকের কৃষি লোন এর মিডিল ম্যান দীপক দে ও শুভঙ্কর দে ওই ৪০০ জনের প্রায় ১২ কোটি টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আত্মসাত করেছে বলে অভিযোগ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কৃষি লোন প্রাপকদের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর ঝাড়গ্রাম শাখার ‘মিডিল ম্যান’- এর বিরুদ্ধে। ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় এলাকায় ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখার কার্যালয় রয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্রের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন : ফল প্রকাশ হাইমাদ্রাসার, নজর কাড়া ফল মেদিনীপুর সদরের এলাহিয়া স্কুলের
প্রায় আট মাস আগে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের ‘মিডলম্যান’ দীপক দে ও শুভঙ্কর দে এর মাধ্যমে ব্যাঙ্কে জমা দেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানা এলাকার কয়েকটি গ্রামের প্রায় ৪০০ জন কৃষক। কারো তিন লক্ষ টাকা, আবার কারও চার ও পাঁচ লক্ষ টাকা কৃষি লোন মঞ্জুর হয়। কিন্তু কোনো কৃষকই ব্যংকের পাস বই, চেক বই, এটিএম কার্ড পাননি এবং ব্যাংক থেকে একটা টাকাও তুলেননি।
আরও পড়ুন : দলের কর্মীর জমি দখল করে জোরপূর্বক তৃণমূলের পার্টি অফিস নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
Bank Fraud
আচমকা ব্যাঙ্ক থেকে তাদের বাড়িতে কৃষি লোন এর টাকার সুদ মেটানোর জন্য চিঠি যায়। যার ফলে বিনা মেঘে বজ্রপাতের মত ওই কৃষকরা চমকে উঠেন। ঘটনার পরেই মৃগেন মাইতি, ধীরেন দত্ত ,দিলীপ মাইতি সহ প্রায় ৪০০ জন কৃষক সোমবার ব্যাঙ্কে যোগাযোগ করেন। এরপর ব্যাঙ্কের বর্তমান ম্যানেজার সুজিত বিশ্বাস তাদেরকে ব্যাঙ্কের পাস বই দেযন। কিন্তু দেখা যায় তাদের অ্যাকাউন্টে এক টাকাও নেই ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ছেঁড়া বিদ্যুতের তার সংযোগ করতে গিয়ে মৃত্যু যুবকের
ওই ব্যাংকের কৃষি লোন এর মিডিল ম্যান দীপক দে ও শুভঙ্কর দে ওই ৪০০ জনের প্রায় ১২ কোটি টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আত্মসাত করেছে বলে অভিযোগ। সেই সময় যিনি ওই ব্যাংকের ম্যানেজার ছিলেন তিনি বর্তমানে নেই। বর্তমান ব্যাংকের নতুন ম্যানেজার সুজিত বিশ্বাস এর কাছে তারা লিখিত ভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে তারা ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যাংকের বর্তমান ম্যানেজার সুজিত বিশ্বাস বলেন,” বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bank Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore