Home » Awas Yojana : পশ্চিম মেদিনীপুরে বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ! ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নোটিস প্রশাসনের

Awas Yojana : পশ্চিম মেদিনীপুরে বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ! ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নোটিস প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

Allegation of money laundering of Bangla Awas Yojana in West Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। উপভোক্তার তালিকায় নাম ছিল না, অথচ টাকা সময়মতো ঢুকে গিয়েছিল ব্যাঙ্ক অ্যাকউন্টে। আর্থিক অনিয়ম যে হয়েছে, তা স্বীকার করে নিয়ে এবার ‘ভুয়ো’ উপভোক্তাদের টাকা ফেরানোর নির্দেশ দিল প্রশাসন। ইতিমধ্যেই ৩০ জন ব্যক্তিকে নোটিস পাঠিয়ে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে কার্যত হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:- হলদিয়ায় মহিলার গলা কাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Awas Yojana
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- জরাজীর্ণ ক্লাসরুম, খসে পড়ছে টালির ছাদ! পূর্ব মেদিনীপুরে রাস্তা অবরোধ খুদে পড়ুয়াদের

ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। গৃহহীন মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতেই বাংলা আবাস যোজনার টাকা দেয় সরকার। তিনটি কিস্তিতে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু সেই টাকাই নয়ছয়ের অভিযোগ উঠেছিল গড়বেতা ১ ব্লকের তৃণমূল পরিচালিত সন্ধিপুর ২ নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে। সুত্রের খবর, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে ওই পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ৪৩ জন উপভোক্তার নাম বাংলা আবাস যোজনায় নথিভুক্ত হয়েছিল।

আরও পড়ুন:- পুলিশের নজরদারি সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

Awas Yojana

Advertisement

আরও পড়ুন:- দাসপুরে পরীক্ষার দিনেই পড়ার ঘর থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ

কিন্তু বাস্তবে দেখা যায়, ওই সব উপভোক্তাদের প্রাপ্য টাকা ঢুকে গিয়েছে অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকউন্টে। এমনকী তাঁদের বাড়ি তৈরিও হয়ে গিয়েছে বলে দেখানো হয় সরকারি ওয়েবসাইটে। সন্ধিপুর ২ পঞ্চায়েতের প্রধান সরফুদ্দিন মণ্ডল অবশ্য তখন দাবি করেন, কোনও অনিয়ম হয়নি বরং সমস্ত বাড়ি তৈরি হয়েছে। যদিও নবনির্মিত একটি বাড়িও দেখাতে পারেননি তিনি। এই ঘটনা খবরে সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসম। জেলাশাসক রশ্মি কমলের নির্দেশে তৈরি হয় তদন্ত কমিটি।

আরও পড়ুন:- পিংলায় আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, কয়েকঘন্টার মধ্যে খুনের কিনারা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ

পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত যে একটা আর্থিক অনিয়ম হয়েছে, তা উঠে আসে তদন্তের রিপোর্টে। এরপরেই সেইসব ‘ভুয়ো’ উপভোক্তাদের নামের তালিকা ধরে টাকা ফেরত চেয়ে নোটিস পাঠানো হয়। এ নিয়ে গড়বেতা-১ ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, নোটিস পাঠানোর ১৫ দিনের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এমনকী শাসকদল ঘনিষ্ঠ যে সমস্ত নেতাদের মদতে এই ঘটনা ঘটেছে, প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:- দিল্লীর হিংসাকান্ডে মূল অভিযুক্তদের সন্ধানে হলদিয়ায় পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দল, হতবাক এলাকাবাসী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Awas Yojana

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.