Home » Midnapore : বৈশাখী গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার- আজাদরা, সম্প্রীতির ছবি মেদিনীপুরে

Midnapore : বৈশাখী গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার- আজাদরা, সম্প্রীতির ছবি মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বৈশাখী গাজনে শিবের মাথায় জল ঢালা কর্মসূচি ছিল রবিবার। মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া শিব মন্দিরে জল ঢালতে ধেড়ুয়ার কংসাবতী নদী থেকে বাঁকে, মাথায় জল নিয়ে হেঁটে আসছিলেন ভক্তরা। রাস্তায় দাঁড়িয়ে মুসলিম কমিটির সদস্য আফসার, আজাদরা তাদের হাতে শরবতের গ্লাস তুলে দিলেন। সম্প্রীতির এই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলিয়া এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

বেলিয়া শিব মন্দিরে প্রতিবছরই এমন দিনে বৈশাখী গাজন উৎসব হয়ে থাকে। সেইমতো গাজনের জল ঢালা কর্মসূচিতে গুড়গুড়িপাল থানার পুলিশেরও নজর ছিল। মুসলিম কমিটির পক্ষে সেখ আফসার বলেন, “আমরা সবাই পাশাপাশি বসবাস করি। সকাল হলেই সবার সাথে দেখা। প্রয়োজনে সবাই সবার পাশে থাকি। দুর্গাপূজা, সরস্বতী পূজাতে যেমন আমরা অংশগ্রহণ করি, তেমনই ঈদেও তারা আমাদের সহযোগিতা করেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

Midnapore

যারা বাইরে থেকে গ্রামের এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তারা সফল হয় নি।” গাজন কমিটির পক্ষে সুজিত মাহাত বলেন, “প্রতিবছরই শিবের ভক্তদের জন্য ওনারা শরবত তুলে দেন। সমস্ত পূজা পার্বনে আমরা সবাই মিলেমিশে থাকি।” বর্তমান সময়ে বিভাজনের রাজনীতি নিয়ে অভিযোগ তুঙ্গে। এদিনের চিত্র দেখে অনেকেই বলছেন, দুই সম্প্রদায়ের সম্প্রীতি যেন বিভাজনের রাজনীতির গালে সপাটে চড় মারলো।

আরও পড়ুন : অতিরিক্ত গরমে মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠছে বিদ্যুতের তার, আতঙ্কে ঘাটালবাসী

বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা বলেন, “খুবই ভালো, বিগত কয়েকবছর ধরে ওই এলাকার মানুষজন এভাবেই সম্প্রীতি বন্ধনে আবদ্ধ রয়েছেন।” এসইউসিআই-এর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণের নীলনক্সা সহ সারা দেশ জুড়ে যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতির চেষ্টা চালাচ্ছে, এই চিত্র তাদের কাছে বেদনাদায়ক।” যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন, “মানবতার ধর্মই সবচেয়ে বড়। আমরা তো এই মেলবন্ধনই চাই। বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে এই সম্প্রীতি বজায় থাকুক।”

আরও পড়ুন : ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পোস্টারের পাল্টা পোস্টারে “বামাদাকে” ক্লিনচিট, ফের খড়ারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

আরও পড়ুন : বেপরোয়া গতি লরির, গুড়গুড়িপালে মৃত এক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.