Home » Midnapore College Admission : শুরু হবে ভর্তি প্রক্রিয়া , নোটিস দিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ

Midnapore College Admission : শুরু হবে ভর্তি প্রক্রিয়া , নোটিস দিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore College Admission : শীঘ্রই শুরু হতে চলেছে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া। আগামী ২০ ই জুন থেকে মেদিনীপুর কলেজ স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ৩০ শে জুন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শীঘ্রই শুরু হতে চলেছে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া। আগামী ১৩ ই জুন থেকে মেদিনীপুর কলেজ স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ৩০ শে জুন। সমস্ত প্রক্রিয়াটি একটি অনলাইন মেধা ভিত্তিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। কলেজের পড়াশোনা গুণগত মান ভালো হওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হতে চায়।

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে যু্গ্ম প্রথম পশ্চিম মেদিনীপুরের রিনি ও সম্প্রীতি, শহরে প্রথম স্নিতা

এছাড়াও এই কলেজ থেকে পাশ করে বহু ছাত্র-ছাত্রী আজ বিশ্বের বিভিন্ন জায়গায় নাম ও খ্যাতি অর্জন করছেন। চাকরি পাওয়ার নিরিখেও এই কলেজ অন্যান্য কলেজের তুলনায় অনেকটাই এগিয়ে বিশেষ করে কলেজের বি.সি.এ. ডিপার্টমেন্টের বিগত কয়েক বছরে ছাত্র-ছাত্রীদের প্লেসমেন্টের হার চোখে পড়ার মতো। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে মেদিনীপুর কলেজের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়ার খুঁটিনাটি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য।

আরও পড়ুন : “মেডিক্যাল ছাড়া ভবিষ্যৎ নিশ্চিত নয়”! মেদিনীপুর শহরের তিন কৃতির ইচ্ছা ডাক্তার হওয়া

মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটwww.midnaporecollege.ac.in

একনজরে মেদিনীপুর কলেজের স্নাতক স্তরের সমস্ত কোর্স সমূহ এবং ভর্তি প্রক্রিয়ার খুঁটিনাটি তথ্য :

স্নাতক স্তরে মোট ২৩ টি বিষয়ের অনার্স কোর্স রয়েছে মেদিনীপুর কলেজে। সেগুলি হল পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics), প্রাণিবিদ্যা (Zoology), উদ্ভিদবিদ্যা (Botany), শারীরবিদ্যা (Physiology), কম্পিউটার সায়েন্স (Computer Science), মাইক্রোবায়োলজি (Microbiology), স্ট্যাটিসটিকস (Statistics), ইলেকট্রনিক্স (Electronics), পুষ্টিবিদ্যা (Nutrition), বাংলা (Bengali), ইংরেজি (English), ইতিহাস (History), সংস্কৃত (Sanskrit), দর্শন (Philosophy), ভূগোল (Geography) সমাজবিজ্ঞান (Sociology), এডুকেশন (Education), হিন্দি (Hindi), অর্থনীতি (Economics), রাষ্ট্রবিজ্ঞান (Political Science), শারীরশিক্ষা (Physical Education)। এছাড়াও প্রফেশনাল কোর্স হিসেবে রয়েছে বি.সি.এ (Bachelor of Computer Application) এবং বি.এ.জেনারেল ডিগ্রী কোর্স।

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সামগ্রিক ফলে টেক্কা পূর্ব মেদিনীপুরের, প্রথম দশে ১২ পড়ুয়া

প্রফেশনাল কোর্স : –

বি.সি.এ (Bachelor of Computer Application) : এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞান বিভাগ : –

পদার্থবিদ্যা (Physics) : এই বিষয়ে মর্নিং সেকশনে ৫০ টি এবং ডে সেকশনে ৫০ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ১০০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে ৭৫ শতাংশ নম্বর এবং রসায়নবিদ্যা থাকা বাধ্যতামূলক।

রসায়নবিদ্যা (Chemistry) : এই বিষয়ে মর্নিং সেকশনে ৫০ টি এবং ডে সেকশনে ৫০ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ১০০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে ৫০ শতাংশ নম্বর এবং পদার্থবিদ্যা থাকা বাধ্যতামূলক।

গণিত (Mathematics) : এই বিষয়ে মর্নিং সেকশনে ৬০ টি এবং ডে সেকশনে ৬০ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ১২০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

প্রাণিবিদ্যা (Zoology) : এই বিষয়ে মর্নিং সেকশনে ৩০ টি এবং ডে সেকশনে ৩০ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

উদ্ভিদবিদ্যা (Botany) : এই বিষয়ে মর্নিং সেকশনে ২৫ টি এবং ডে সেকশনে ২৫ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

শারীরবিদ্যা (Physiology) : এই বিষয়ে মর্নিং সেকশনে ২০ টি এবং ডে সেকশনে ২০ টি সিট রয়েছে। অর্থাৎ এই বিষয়ে মোট ৪০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

কম্পিউটার সায়েন্স (Computer Science) : এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে ৪৫ শতাংশ এবং পদার্থবিদ্যা / রসায়নবিদ্যা /কম্পিউটার সায়েন্স এ পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

মাইক্রোবায়োলজি (Microbiology) : এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে রসায়নবিদ্যায় ৪৫ শতাংশ এবং পদার্থবিদ্যায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

স্ট্যাটিসটিকস (Statistics) : এই বিষয়ে মোট ২০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে ৫০ শতাংশ এবং পদার্থবিদ্যা / রসায়নবিদ্যা /কম্পিউটার সায়েন্স এ পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

ইলেকট্রনিক্স (Electronics) : এই বিষয়ে মোট ১০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে এবং পদার্থবিদ্যায় ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

ভূগোল (Geography) : এই বিষয়ে মোট ৪০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৭০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ভূগোল বিষয়ে ৭০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

পুষ্টিবিদ্যা (Nutrition) : এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে জীববিদ্যা / পুষ্টিবিদ্যায় ৫০ শতাংশ এবং রসায়নবিদ্যায় ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ পড়ুয়া

কলা বিভাগ : –

বাংলা (Bengali) : এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বাংলা বিষয়ে ৬৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

ইংরেজি (English) : এই বিষয়ে মোট ৭০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ইংরেজি বিষয়ে ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

ইতিহাস (History) : এই বিষয়ে মোট ৭০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ইতিহাস বিষয়ে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

সংস্কৃত (Sanskrit) : এই বিষয়ে মোট ৬০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সংস্কৃত বিষয়ে ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

দর্শন (Philosophy) : এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং দর্শন বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

সমাজবিজ্ঞান (Sociology) : এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞান / সমাজবিজ্ঞান / অর্থনীতি / ইতিহাস / দর্শন এ ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

এডুকেশন (Education) : এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এডুকেশন / রাষ্ট্রবিজ্ঞান / ইতিহাস / দর্শন এ ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

হিন্দি (Hindi) : এই বিষয়ে মোট ২০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং হিন্দি বিষয়ে ৪০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

অর্থনীতি (Economics) : এই বিষয়ে মোট ১৫ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তৎসঙ্গে গণিতে পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) : এই বিষয়ে মোট ৫০ টি সিট রয়েছে। এই বিষয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞান / সমাজবিজ্ঞান / অর্থনীতি / ইতিহাস / দর্শন এ ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়া সমস্ত আপডেট এর জন্য এই পেজটিকে সেভ করে রাখুন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore College Admission

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.