Admission fees
আরও পড়ুন ঃ–ভর্তি ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়
পত্রিকা প্রতিনিধি: একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল মেদিনীপুর সদরের (Paschim Medinipur) গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ে (Gurguripal Higher Secondary School)। কর্তৃপক্ষ ভর্তি (Admission Fees)ফি ধার্য্য করেছিল ৬০০ টাকা।
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে শাসকদল বিরোধী কাজের অভিযোগ
ভর্তি প্রক্রিয়ার প্রথম দিনই ভর্তি ফি নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে আর্থিক অনটন চলছে পরিবারে। তারপর বিদ্যালয়ে ক্লাস বন্ধ। ইলেকট্রিক সহ বিভিন্ন খরচ হচ্ছে না, যা ছাত্র ছাত্রীদের কাছে নেওয়া হতো। ফলে এত টাকা দিতে পারব না। বুধবার দীর্ঘক্ষণ প্রধান শিক্ষককে ঘিরে চলে বিক্ষোভ। অবশেষে ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখে বিদ্যালয়ের পরিচালন কমিটির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান শিক্ষক গৌতম ভৌমিক।
বৃহস্পতিবার বিকেলে পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান শিক্ষক। সেখানে ভর্তি ফি অর্ধেক কমে ৩০০ টাকা ধার্য্য হয়েছে বলেই পরিচালন সমিতির এক সদস্য জানিয়েছেন। তবে ভর্তি ফি কমা আন্দোলনের জয় হিসেবেই দেখছে ছাত্র-ছাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Admission fees
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore