Home » জল-জমি-জঙ্গলের অধিকারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ আদিবাসী সংগঠনের

জল-জমি-জঙ্গলের অধিকারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ আদিবাসী সংগঠনের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: কোনো ভাবে জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না, মূলত এই দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা জুড়ে বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠন (Adivasi Organization) ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিভিন্ন রাজ্যে জঙ্গলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করা আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে বলে সংগঠনের অভিযোগ।

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) এখনও পর্যন্ত উচ্ছেদের ঘটনা না ঘটলেও আগে থেকে সতর্ক আদিবাসীরা (Adivasi)। জেলার বিভিন্ন প্রশাসনিক দফতরে জল-জমি-জঙ্গলের অধিকারের দাবি জানিয়েছে আদিবাসীরা। মঙ্গলবার জেলার দাসপুর (Daspur) , কেশিয়াড়ী (Keshiary) , নারায়ণগড় (Narayangarh), খড়্গপুর (Kharagpur) সহ বিভিন্ন ব্লক অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিও-র দফতরে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পারগানা মহল।

Adevrtisement

আদিবাসীদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। বাস্তবে বেশ কিছু প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ সংগঠনের। সেই প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে। সংগঠনের জেলা নেতা রবিন সরেন বলেন, রাজ্যের সাতটি জেলার বিভিন্ন বিডিও অফিসগুলিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়। দাবি জানানো হয়েছে, জল-জমি-জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে দিতে হবে। জঙ্গলের জমিতে বসবাসকারী ও সমস্ত জাহের থানের পাট্টা, সাঁওতালি মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ সমস্যার সমাধান ও নায়েক ভাতা চালু করতে হবে। অন্যদিকে নারায়ণগড় ও কেশিয়াড়ী বিডিও অফিসেও বিক্ষোভ দেখায় ওই সংগঠন। কেশিয়াড়ি ব্লক উন্নয়ন অফিস এবং বাসস্ট্যান্ডে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ সিধু ও কানহু, বাবা তিলকৌ মাঝি, বিরসা মুন্ডার মূর্তি স্থাপন, হাসপাতাল ও ব্লক স্তরের সমস্ত অফিসের নামের বোর্ড গুলিতে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে অফিসের নাম লেখা সহ কমিউনিটি হল নির্মাণের দাবি জানিয়েছে। এদিন উপস্থিত ছিলেন কেশিয়াড়ী ব্লকের ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা চৈতন্য বাস্কে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.