Jhargram rape case. A young man has been sentenced to 20 years rigorous imprisonment for raping a minor in Jhargram.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকা ধর্ষণে অভিযুক্ত এক যুবককে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঝাড়গ্রাম পকসো আদালত। বুধবার পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অভিযুক্ত সাগুন হাঁসদাকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস কারাবাসের সাজা শুনিয়েছেন।
আরও পড়ুন:- শিকারকে কেন্দ্র করে শিকারিদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা লালগড়ে
আরও পড়ুন:- ঝাড়গ্রামে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২
আদালত সূত্রে জানা গিয়েছে, বিনপুরের ছোট শিরশি গ্রামের বাসিন্দা সাগুন ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি এলাকার এক তেরো বছরের নাবালিকাকে পুকুর পাড় থেকে তুলে নিয়ে গিয়ে সারারাত লাগাতার ধর্ষণের পরে ছেড়ে দেয়। অসুস্থ মেয়েটি বাড়িতে এসে ঘটনার কথা জানায়। ওই বছরের ২১ ফেব্রুয়ারি বিনপুর থানায় সাগুনের বিরুদ্ধে ধর্ষণের অবিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পকসো আইনে মামলা রুজু করে সাগুনকে গ্রেপ্তার করে পুলিশ।
Jhargram rape case
আরও পড়ুন:- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! ঝাড়গ্রামের বেলপাহাড়িতে যুবকের রহস্যমৃত্যু
দু’মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ওই বছরের মার্চে জেলা পকসো আদালতে মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরে সাগুনকে দোষীসাব্যস্ত করে বিচারক বুধবার সাজা ঘোষণা করেন। পকসো আদালতের সরকারি আইনজীবী শুভাশিস দ্বিবেদী বলেন, ‘‘জঘন্যতম অপরাধের জন্য কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। এই সাজা দৃষ্টান্তমূলক।’’ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন সাজাপ্রাপ্ত।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram rape case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore