A two-storey mud house collapsed in Panshkura, 1 dead
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দোল উৎসবের দিনে বিষাদের ছায়া রাজনগর গ্রামে। পাঁশকুড়া থানার অন্তর্গত গোবিন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে একটি দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি ভেঙে পড়লো বিকাল ৩:৩০ নাগাদ। সারাদিনের কাজ সেরে বাড়িতে বসেছিলেন বছর ৩২শের কুশধ্বজ সামন্ত, স্ত্রী পার্বতী সামন্ত (২৬), ছেলে অঙ্কিত সামন্ত। কুশধ্বজ সামন্ত পেশায় একজন কৃষক ছিলেন।
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে দলের নির্দেশ না মেনে ভোটাভুটিতে পুরপ্রধান, রাজ্য নেতৃত্ব বহিষ্কার করতেই পদত্যাগ অদ্যুতের
হঠাৎ করেই বাড়ি ভেঙে পড়ায় বাড়ির মধ্যেই চাপা পড়ে যায় বাড়ির তিন সদস্য। ছেলে ও স্ত্রী কে ১০মিনিটের মধ্যে উদ্ধার করা গেলেও ৪৫ মিনিট পরে উদ্ধার করা সম্ভব হয় কুশধ্বজ সামন্তকে। কুশধ্বজ সামন্তের পাশেই নতুন বাড়ির কাজ চলছিলো। তার মাঝেই এমন বিপদ ঘটবে আশা করতে পারেনি বাড়ির লোক ও প্রতিবেশীরা।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান দুই পদেই মহিলা মুখ, নিলেন শপথ
আরও পড়ুন:- শালবনীতে ল্যান্ডমাইন আতঙ্ক, মোতায়েন পুলিশ
যদিও, কুশধ্বজ সামন্ত ঘটনাস্থলেই মারা যায়।তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুশধ্বজ সামন্তের স্ত্রী পার্বতী সামন্তের হাত ও পা ভেঙে যায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ছেলে অঙ্কিত সামন্ত হালকা চোট পায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Mud House Collapsed
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore