A three-member police delegation team are searching the main culprits in the Delhi Violence Case in Haldia
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিল্লির জাহাঙ্গীরপুরিতে হিংসার ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরে এল দিল্লি পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল। হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরীতে ব্যাপক সংঘর্ষ হয়। দিল্লির এই হিংসার ঘটনায় রয়েছে বাংলার যোগ।মূল অভিযুক্ত শেখ আনসার দিল্লির বাসিন্দা হলেও পূর্ব মেদিনীপুরের হলদিয়ার তার বাড়ি রয়েছে। সূত্রের খবর, হলদিয়ার ভবানীপুর থানার কুমোরপুর গ্ৰামের ওই বাড়িতে একাধিক বার আসা-যাওয়া করেছেন বলে জানা যায়।
আরও পড়ুন:- মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীমানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অব্যাহত
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে দুই যুবককে পিষে দেওয়া ঘাতক লরি আটক, রাতেও নজরদারি পুলিশের
ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে দিল্লি পুলিশ।ওই ঘটনার তদন্ত করতে দিল্লি পুলিশের তিন সদস্যের একটি দল মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় পৌঁছায়। বুধবার সকালে ৯.৪০ মি: নাগাদ হলদিয়ার সুতাহাটা থানায় এসে সুতাহাটা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ১০.১০ মি: নাগাদ সুতাহাটা চৌমোড় ক্রস করে প্রেম রোড হয়ে প্রথমে হোড়খালির গোলাপচক গ্রামে আনসার এর সঙ্গী শেখ দিলশাদ-এর বাড়িতে যায়। সকাল ১১ টা নাগাদ দিলশাদের বাড়ি পরিদর্শন করে তিন সদস্যদের ওই জল।
Delhi Violence Case
আরও পড়ুন:- ভরদুপুরে ঝাড়গ্রামের অতিথিশালায় হঠাৎ হাজির ‘রামলাল’, ভেতরে ঢুকে সাবাড় সব্জি-ফলমূল, দেখল সকলের বিস্ময়-চোখ
আরও পড়ুন:- হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিডিও-র
কিন্তু বাড়িতে তালা লাগানো দেখে পাশে একটি দোকানে বসে ওই এলাকার লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর ১২.৩০মি: নাগাদ কুকড়াহাটির হিয়াৎপুরে গ্রামে সেখ জাকিরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১.২৫মি: নাগাদ সেখানে পৌঁছে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। ২.৩০মি: নাগাদ গ্রাম থেকে বেরিয়ে ফের সুতাহাটা থানায় আসেন। থানা থেকে পুনরায় মহিষাদলে চলে যান তাঁরা। আগামী কাল গেঁওয়াখালী যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Delhi Violence Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore