Home » Job Fraud : সেচ দফতরে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারনার অভিযোগ ঝাড়গ্রামের সরকারি কর্মচারীর বিরুদ্ধে

Job Fraud : সেচ দফতরে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারনার অভিযোগ ঝাড়গ্রামের সরকারি কর্মচারীর বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Jhargram : সরকারি দফতরে (জলসম্পদ) চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত ( ঝাড়গ্রামের সরকারি কর্মী) মেদিনীপুর সদরের খয়েরুল্লাচকের বাসিন্দা।
———————————————————
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জল সম্পদ দপ্তরের ঝাড়গ্রামের এক কর্মীর বিরুদ্ধে। সেচ দপ্তরের চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল জলসম্পদ দপ্তরের ঝাড়গ্রাম কার্য্যালয়ের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম বিশ্বজিৎ সাহা ।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ২

নিজস্ব চিত্র : সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

তার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের খয়েরুলাচক গ্রামে। তিনি বর্তমানে মেদিনীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন মাইকেল মধুসূদন নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার বিরুদ্ধে অভিযোগ সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন। উত্তর ২৪ পরগনা বারাসাত এলাকার কল্যাণ পুরের বাসিন্দা সায়ন মুখার্জিকে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছিলেন ২০২০ সালের অক্টোবর মাসে।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে বেআইনিভাবে খোদ বনকর্মীদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

চাকরি তিনি পাননি এবং টাকা ফেরত দেওয়ার নাম করে টাকাও তাকে ফেরত দেননি । তিনি সেই সময়কার সেচ দফতরের প্রভাবশালী মন্ত্রীর পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ । ২০২০ সালে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকার এর সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন। ঘনিষ্ঠ ওই সরকারি কর্মচারী সেই বিশ্বাসে ওই ব্যক্তি বিশ্বজিৎ সাহা কে টাকা দিয়েছেন বলে জানান। টাকা ফেরত না পেয়ে সোমবার তিনি কোতয়ালী থানায় বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Jhargram

আরও পড়ুন : বিস্ময় সৃষ্টি ! সর্ববৃহৎ রবি ঠাকুরের ছবি আঁকলেন পশ্চিম মেদিনীপুরের দুই শিল্পী

সেই সঙ্গে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে এসে জলসম্পদ দপ্তরের অফিসে বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানান। তিনি দীর্ঘদিন অফিসে আসেননি বলে ঝাড়গ্রামের সেচ দপ্তরের কার্যালয়ের আধিকারিক জানান। কেন তিনি কার্যালয়ে আসেন নি তা জানতে চেয়ে তাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও ওই আধিকারিক জানান। তিনি আরও বলেন অভিযোগের ভিত্তিতে বিষয়টি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা দেখবেন।

Advertisement

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

এছাড়াও আরও একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ওই সরকারি কর্মচারী কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে4 অভিযোগ উঠে আসছে।অভিযোগকারী সায়ন মুখার্জী জানান, “২০২০ সালের ২২ অক্টোবর মেদিনীপুর স্টেশন রোডে অবস্থিত রেশমা হোটেলে বিশ্বজি সাহার সাথে পরিচয় হয়। তিনি নিজেকে সরকারি আধিকারিক এবং এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দেন।

তার এই পরিচয়ের মাধ্যমে আমাকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।” সায়ন বাবু বলেন, সর্বমোট ২লক্ষ ১০ হাজার টাকা নিয়েও তার চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি। পরে টাকা চাইলে ২০২২ সালের নভেম্বর মাসে ফেরত দেওয়ার আশ্বাস দেন। সেই টাকা ফেরত না পেয়েই আমি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Jhargram

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.