বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা, তেনজিং শেরপা (গেলবা) ও লাকপা শেরপা। পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল Pioneer Adventure নামক সংস্থা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : কাজের নিশ্চয়তার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিক্ষোভ আংশিক সময়ের শিক্ষকদের

লক্ষ্মীকান্ত তাঁর এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত। যাত্রার প্রাক্কালে নগরপালসহ অন্যান্য পদস্থ অফিসাররা তাঁকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকদের পাশে কৃষকরা
লক্ষ্মীকান্তর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর নিজের গ্রাম মথুরি (তমলুক থানার অন্তর্গত)। সোমবার সকালেই তাঁর শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছনোর পর আনন্দে ভাসে গোটা এলাকা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আবজল আবরার, তমলুক থানার আইসিসি সুভাষচন্দ্র ঘোষ। তাদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Everest Summit
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper