বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বিদ্যালয়ে পঠন-পাঠনে সহায়তার জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ হয়েছিল। ম্যানেজিং কমিটির দ্বারাই এই সমস্ত আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করা হতো। পশ্চিম মেদিনীপুর জেলায় ৪ শতাধিক এমন শিক্ষক রয়েছেন বিদ্যালয়েগুলিতে। কিন্তু তাদের কাজের কোন নিশ্চয়তা নেই। ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান, সরকারি আওতার মধ্যে নিয়ে আসা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুরে শহরে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দপ্তরে বিক্ষোভ দেখালেন আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা। পার্ট-টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা বিক্ষোভ দেখান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : শিশুকে বাঁচাতে গিয়ে টোটো উল্টে দুর্ঘটনা, পথ অবরোধ
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বাপ্পা বেজ, নন্দন মান্না, অতসী ঘোষ সহ অন্যান্যরা। তাদের দাবি, সরকারি ও আধা সরকারি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা হিসেবে কেউ পাঁচ বছর, কেউ দশ বছর বা তার বেশি বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছেন। অন্যান্য শিক্ষকদের মতোই তাদের পাঠদানের পাশাপাশি প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের ভূমিকা রয়েছে।

আরও পড়ুন :চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকদের পাশে কৃষকরা
বিদ্যালয়গুলির তহবিল থেকে দুই থেকে চার হাজার টাকা মাত্র বেতন দেওয়া হয় তাদের। যা যাতায়াতের খরচে শেষ হয়ে যায়। ফলে বেতন বৃদ্ধিরও দাবি তুলছেন তারা।

এর আগে একাধিকবার সরকারের কাছে স্থায়ীকরণের দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। ফের এদিন জেলায় বিক্ষোভে সামিল হলেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Teachers Protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper