বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দলছুট হাতির আক্রমণে মৃত্যু হলএক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দাঁতন থানার অন্তর্গত মালপাড়া মোয়ারুই গ্রামে। মৃতের নাম রাম মুর্মু বয়স ৭৩ বছর।বাড়ি দাঁতন থানার অন্তর্গত ললিতাপুর এলাকায়। আহত হয়েছেন আঙ্গুয়া গ্রামপঞ্চায়েত মোয়ারুই গ্রামের পঞ্চায়েত সদস্য জয় নারায়ণ প্রধান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
2/3. জানা গিয়েছে গতকাল রাতে ঝাড়গ্রামে নয়াগ্রাম থেকে প্রায় ১৭ টি হাতির একটি দল দাঁতন থানার অন্তর্গত মালপাড়া মোয়ারুই ও পলাশিয়া এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। রবিবার সকালে জঙ্গল থেকে হাতির দলটি বেরোলে হাতি দেখতে গিয়ে হাতির মাঝখানে পড়ে যান ওই ব্যক্তি। তখনই তাকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক
আরও পড়ুন : Midnapore Hospital : মেদিনীপুর হাসপাতালে ফের বিষাক্ত স্যালাইন, প্রসূতির পর এবার শিশু মৃত্যু
3/3. বনদপ্তর সূত্রে জানা গিয়েছে দাঁতন থানার মোয়ারুই জুনিয়ার হাই স্কুলের পিছনে এলাকার একটি জঙ্গলে হাতির দলটি অবস্থান করছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে বনদপ্তর এর পক্ষ থেকে। হাতি গুলির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই হাতির দলটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দড়ি দিয়ে জঙ্গলের চারদিক ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি ভীড় জমাতে না পারেন। ঘটলাস্থলে এসে পৌঁছান দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী, খড়গপুর বনবিভাগের ADFO চিন্ময় বর্মন,বেলদা ফরেস্টেঞ্জের আধিকারিক তৌহিদ আনসারী সহ অন্যান্যরা।খবর পেয়ে আহত গ্রাম পঞ্চায়েত সদস্য ও মৃতের বাড়িতে হাজির হন কেশিয়াড়ি ও দাঁতন বিধানসভার দুই বিধায়ক পরেশ মুর্মু ও বিক্রমচন্দ্র প্রধান।
আরও পড়ুন : প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের নামে এফআইআর থানায়, আন্দোলনে সংহতি চিকিৎসক ও নার্স সংগঠনের
আরও পড়ুন : Medinipur Hospital : ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ সিআইডির, মেদিনীপুর হাসপাতাল থেকে নিয়ে গেল একাধিক তথ্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper