বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীপাবলিতে আলোর রোশনাই মেতে উঠেছে মানুষজন। কোথাও রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে বাড়ি, কোথাও আবার আতশবাজির ঝলকানি চোখে পড়ছে। এরই মাঝে অন্য চিত্র দেখা গেল জঙ্গলমহলের একটি অংশে। যেখানে আতশবাজির আলোর ঝলকানি নেই। তবে মশালের আলোয় আলোকিত বিভিন্ন এলাকা। এই সময়টাতে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের মানুষজন মেতে উঠে বাঁদনা বা সহরায় পরবে। আর সেই পরবের মাঝেই মেদিনীপুর সদরে হাজির দলমার দাঁতালরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
গত বুধবার মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে ডেরা বেঁধেছে। বিকেল হলেই হেতাশোল, ডুমুরকোঠা, ভ্রমরমারা এলাকার ধান জমিতে নেমে পড়ে। স্থানীয়রা মশাল জ্বালিয়ে হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরত পাঠায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে ৩৫ টি হাতি রয়েছে ওই পালে। বেশ কয়েকদিন ধরে শালবনী এবং গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছে। বুধবার চাঁদড়ার ওই জঙ্গলে প্রবেশ করে। বাঁদনা পরবের সময়ে হাতির পালের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এই সময় সারারাত ধরে বিভিন্নরকম অনুষ্ঠান থাকে।
Paschim Medinipur
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাতির পালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোন সময় বিপদ ঘটতে পারে! তবে হাতির পালকে সরানোর জন্য তৎপর বনদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবকরা পরবের আমেজ ছেড়ে মশাল হাতে নেমে পড়েছে এলাকা থেকে হাতির পালকে সরাতে। জানা গিয়েছে, সন্ধ্যে নামার আগে হাতির পালকে অন্য জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তবে হাতির পাল না সরাতে পারলে পরবের অনুষ্ঠান পুরোটাই মাটি হবে বলে আশঙ্কা স্থানীয় জঙ্গলমহলের বাসিন্দাদের।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper