ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) আন্দুল স্টেশনে(Andul Station) শুরু হতে চলেছে নন ইন্টারলকিংয়ের কাজ (Non Interlocking Work)। সেই কাজ হবে ১০ দিন ধরে। আর তাই ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত হাওড়া থেকে দক্ষিণ-পূর্ব রেলের শতাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল (Hundreds of Local and Express Trains Canceled) করার কথা জানানো হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বাতিলের তালিকায় থাকছে দক্ষিণ-পূর্ব রেলের ১৬৬টি লোকাল ট্রেন এবং হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়া ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সব মিলিয়ে আপ ও ডাউন ধরে ২৩০টি ট্রেন দৈনিক বাতিল থাকবে আগামী ১০ দিন ধরে দক্ষিণ-পূর্ব রেলে। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তের জেরে বড়সড় যাত্রীবিভ্রাটের মুখোমুখি পড়েত চলেছে রেল পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের প্রায় সব লোকাল ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন(Howrah Station) থেকে। মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেচেদা ও আমতা রুটেই বেশির ভাগ সেই সব লোকাল ট্রেন চলে। এর বাইরে বেলদা, বালেশ্বর, দিঘা, হলদিয়া, বালিচক যাওয়ারও কিছু লোকাল ট্রেন চলে।
Local Train Update
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
হাওড়ার পাশপাশি লোকাল ট্রেন চলে শালিমার ও সাঁতরাগাছি থেকেও। তবে তা হাতেগোণা মাত্র। কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনই ছাড়ে এখন শালিমার ও সাঁতরাগাছি থেকে। কিছু ট্রেন অবশ্য এখনও হাওড়া থেকে ছাড়ে। কিন্তু এই সব ট্রেনকেই আন্দুল হয়ে বা সাঁতরাগাছি-আন্দুল ভায়াডাক্ট হয়ে চলাচল করতে হয়। সেই আন্দুলেই ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। আর সেই কাজের দরুণ ট্রেন চলাচল করা সম্ভব নয়। তাই ১০ দিন ধরে ২৩০টি ট্রেন বাতিল করে সেই কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।
কিন্তু ১০ দিন ধরে এই ট্রেন বন্ধের জন্য যাত্রীদের বড়সড় দুর্ভোগের মধ্যে পড়তে হবে। বিশেষ করে হাওড়া জেলার বড় অংশের মানুষ এবং দুই মেদিনীপুরের মানুষজন কলকাতায় আসার ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেলের ওপর নির্ভরশীল। তাঁরা বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছেন। সমস্যার মুখে পড়বেন ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষেরা। তবে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের দাবি, ১০ দিন দুর্ভোগের মুখ পড়তে হবে যাত্রীদের। কিন্তু তারপর যাত্রা হবে মসৃণ। তাই এই দুর্ভোগ কিছুটা হলেও মেনে নিতে হবে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Local Train Update
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper