ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবহাওয়া দফতরের সুত্র অনুযায়ী রিমেল তীব্র ঘূর্ণিঝড় উত্তর মুখে দিকে যাচ্ছে । সকাল ১১.৩০ টার সময় একই জায়গায় আছে । বর্তমানে হওয়ার গতিবেগ ৯৫ থেকে -১০৫ কিলোমিটার যা বেশি হবে ১১৫ কিলোমিটার । আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই রিমেল উত্তর দিকে যাবে , আরো তীব্রতর হবে গতিবেগ । ১১০ থেকে ১২০ কিমি। কলকা্তায় আজ সন্ধ্যে থেকে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পশ্চিমবঙ্গে হাওয়ার গতিবেগ যেতে পারে ৪৫-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা । ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ । উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ৫০-৬০ বেড়ে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা । বাংলাদেশের মঙ্গলাতে ল্যান্ড ফল হবে ঘূর্ণিঝড় রেমেলের । উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মঙ্গলা থেকে সরাসরি ৩১০ কিলোমিটার দক্ষিনে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে।
Cyclone Remal
সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়। তীব্র ঘূর্ণিঝড় রিমেল এর সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি ৯০ থেকে ১০০ কিমি। সর্বোচ্চ ১১০ কিমি। রিমেল তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম রূপেই উত্তরমুখে এগোচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশের মংলা তে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রিমলের।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Remal Cyclone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper