ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রবিবারের পড়ন্ত বিকেল। সাদা চস্তা পাঞ্জাবি পরে ঘাটালের প্রত্যন্ত পাড়া গাঁয়ে ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী হিরণ। সিনেমার পর্দার সেই ভালোবাসা ভালোবাসা খ্যাত নায়ককে দেখতে রাস্তার মোড়ে মোড়ে তখন দল বেঁধে দাঁড়িয়ে পুরুষ মহিলারা। অভিনেতা প্রার্থীকে সামনে থেকে দেখতে সেকি উৎসাহ। অনুগামীদের সেলফি তুলতে হুড়োহুড়ি। সেলফিতে হিরণ অবশ্য নিরাশ করেননি তাঁর অনুগামীদের। ভোট প্রচারে গিয়ে এলাকার মানুষের শাসক বিরোধী ক্ষোভের কথা শুনলেন মন দিয়ে। রবিবার হিরণ ভোট প্রচারে যান ঘাটালের হরিদাস পুর, শীতল পুর সহ নানান এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিছুটা মূল রাস্তা থেকে কখনো টোটো আবার কখনো পায়ে পায়ে দলীয় কর্মীদের সাথে পৌঁছে যান জনতার দুয়ারে। এলাকার মানুষ অনেকেই তাঁদের না পাওয়া কিছু ক্ষোভ প্রকাশ করেন হিরণের কাছে, কোথাও পাকা সেতুর দাবি আবার কোথাও সেচের জন্য জলের ব্যবস্থা, আবার কোথাও রাস্তা বা পানীয় জলের সমস্যা শোনেন সাধারণ ভোটারদের কাছে। এদিন রাধাকান্ত পুরের নমিতা বেরা, কল্পনা মাইতি সহ এলাকার মানুষজন হিরণকে বলেন তাঁদের গ্রামে নদীর উপর যে বাঁশের সেতু রয়েছে সেটি তাঁরা প্রতি বছর নিজেরা চাঁদা দিয়ে তৈরি করেন, গ্রামের রাস্তা বেহাল, ভোট এলেই প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়ে যায় নেতারা কিন্তু তাঁরা রয়েছেন একই আঁধারে।
Hiran Chatterjee
আরও পড়ুন : রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার তিন
আরও পড়ুন : দাসপুর এবং গড়বেতায় চোলাই অভিযান আবগারি পুলিশের, গ্রেফতার দুই
পান্না এলাকায় যেতেই সেখানকার বীনা নায়েক বলে এক আদিবাসী মহিলা হিরণের কাছে কেঁদে ফেলেন। তিনি বলেন ইংরাজি নিয়ে স্নাতক পাশ করার পরেও কোনো কাজ মেলেনি, সংসার অচল, তাই একটা কাজের ব্যবস্থা করার আর্জি জানান হিরণের কাছে। এদিন হিরণের ভোট প্রচার ঘিরে গ্রামের মানুষের কাছে হিরণকে নিয়ে উৎসাহ আবেগ ছিল চোখে পড়ার মত। দেবকে কটাক্ষ করে এদিন হিরণ বলেন, “দশ বছরের সাংসদ এলাকার মানুষের কাছে আসেননা, তিনি কোলকাতায় থাকেন, মানুষের দুঃখের কথা তিনি জানেন না, এখন পুলিশের ঘেরাটোপে গাড়ি করে ঘুরছেন আর আমি পায়ে হেঁটে মানুষের কথা শুনছি। জয়ী হলে এভাবেই মানুষের দুয়ারে থাকবো”।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Hiran Chatterjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper