Paschim Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই পশ্চিম মেদিনীপুর জেলায় সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। জেলার লোকসভা কেন্দ্রগুলি সম্পর্কে বিস্তারিত জানালেন তিনি। কোন কেন্দ্রে কত ভোটার রয়েছে, কত ভোট কেন্দ্র তার পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জেলায় ঘাটাল এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্র বাদেও ঝাড়গ্রাম ও আরামবাগ কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা পড়ে। জেলাশাসক জানিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে ৪৩৩১ টি, মেদিনীপুরে রয়েছে ২০৯৫, আরামবাগ লোকসভায় যে অংশটি পশ্চিম মেদিনীপুরের পরে তাতে রয়েছে ৩২৮ টি এবং ঝাড়গ্রামের রয়েছে ৫৭৯ টি। পশ্চিম মেদিনীপুরে মোট ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৮১ হাজার ৮৪০ জন।
Paschim Medinipur
আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে
আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর
তার মধ্যে পুরুষ রয়েছে ২০ লক্ষ ৮ হাজার ১৯১, মহিলা ভোটার ১৯ লক্ষ ৭৩ হাজার ৫৯২, তৃতীয় লিঙ্গের রয়েছে ৫৭ জন, এছাড়াও অন্যান্য ভোটার রয়েছেন। তবে ঘাটাল, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নোটিফিকেশন জারি হবে ২৯ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ মে। ভোটগ্রহণ ২৫ মে। স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য থাকছে কেন্দ্রীয় বাহিনী। জেলা শাসক জানিয়েছেন, আজ থেকেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে জেলায়।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper