Raksha Bandhan: Rakhi Making Workshop in Primary Schools to Develop Creative Mindset and Innovative Power.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডিজিটাল যুগে সবকিছুতেই এসেছে ঝাঁ চকচকে লুক, কমে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া। কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয়েছিল রাখি তৈরির কর্মশালা। বিদ্যালয়ের শিক্ষক কৌশিক কুমার লোধ জানান, উপস্থিত ১০০ এরও বেশি ছাত্র-ছাত্রী হাতে-কলমে তৈরি করেছে প্রায় এক হাজারেরও বেশি রাখি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রচলিত রাখীর পাশাপাশি গাছ এঁকে ও স্লোগান লিখে সবুজায়নের বার্তা দেওয়া দিয়েছে কচিকাঁচারা। শিক্ষক অসীম কুমার মন্ডলের কথায়, “এই রাখি যেমন মানব ঐক্যের বন্ধনকে মজবুত করবে, ঠিক তেমনি গাছের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা রাখছি।” তবে আগে থেকে হাতের কাজের ক্লাসে কচিকাঁচাদের কিছু রাখি তৈরির কৌশল শিখিয়ে রাখা হয়েছিল। এদিন সকলে মিলে আরও বিভিন্ন ধরনের রাখী তৈরি করেছে আনন্দ সহকারে। কবির কথায়, “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?”
Raksha Bandhan
আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন
সবুজ বিপ্লব ঘটাতে পড়ুয়াদের জাগিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন শিক্ষক গোপীনাথ বাস্কে, শিক্ষিকা মামনি বেসরারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, “বিশ্ব উষ্ণায়ন আজ একটা বড় সমস্যা, যা থেকে মুক্তি দিতে পারে গাছ। বই থেকেও কচিকাঁচারা যেমন জেনেছে গাছ কিভাবে আমাদের উপকার করে। ঠিক তেমনি এই কর্মশালাতে রাখী তৈরির পাশাপাশি তারা হাতে-কলমে জানল। হাতে কলমে শিক্ষা সর্বদাই দীর্ঘস্থায়ী হয়।
তাই আমাদের আশা এভাবেই গাছ ও মানুষের সম্পর্ক মজবুত করবে কচিকাঁচারা।” কচিকাঁচাদের কথায়, আমরা যেমন আনন্দ সহকারে রাখী বানিয়েছি তার পাশাপাশি শিক্ষক মহাশয়দের সহযোগিতা নিয়ে গড়ে তুলেছি সবুজ ক্লাব। আজ শপথ নিয়েছি গাছকে বন্ধু হিসেবে আগলে রাখব এবং এই ক্লাবের সকল সদস্যরা প্রতিটি গ্রামবাসীকে গাছ বাঁচানোর বার্তা শোনাবো, গাছের উপকারিতার কথা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেবো।
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Raksha Bandhan
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper