Industry approval in Paschim Medinipur will be under one umbrella, happy industrialists. Many departments require clearance approval
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একই ছাতার তলায় সব রকম সুযোগ-সুবিধা পাবেন শিল্পপতিরা। এমনই বিশেষ সেল খোলা হলো পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট চত্ত্বরে। যার নাম দেওয়া হয়েছে Unique Clearance Centre। বুধবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। উপস্থিত ছিলেন, অন্যান্য আধিকারিক ও জেলার শিল্পপতিরা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পপতিরা। জেলা শাসক বলেন, “রাজ্য সরকারের MSME দফতর এর অনুমোদন দিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এতে ছোট-বড়-মাঝারি সমস্ত ধরনের শিল্পের ক্ষেত্রে বিভিন্ন দপ্তর থেকে যে অনুমোদন নিতে হতো, এবার সেই অনুমোদন একটি সেল থেকেই পাওয়া যাবে। তার জন্যই এই সেল খোলা হয়েছে। এই সেলে যারা থাকবেন তাদের সঙ্গে সমস্ত দপ্তরের যোগাযোগ থাকবে।” এতে জেলায় আরও শিল্পের অগ্রগতি ঘটবে বলে আশাবাদী জেলা শাসক। পাশাপাশি হয়রানি কমবে বলেও দাবি শিল্পপতিদের। জেলার শিল্পপতি চন্দন বসু বলেন, “এটা জেলা প্রশাসনের নতুন উদ্যোগ। আমাদের শিল্প করতে গেলে অনেকগুলো দপ্তরের ছাড়পত্রের অনুমোদন প্রয়োজন হয়।
Paschim Medinipur
আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে
আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত
জমির মিউটেশন, পলিউশন, দমকল সহ বিভিন্ন দপ্তর থেকে অনুমোদন প্রয়োজন। যার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট হয় এবং যারা নতুন শিল্প করতে উদ্যোগী তাদের ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ বিষয় ছিল। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে, শিল্প করতে গেলে যা অনুমোদন প্রয়োজন তা এক ছাতার তলায় হলে খুবই ভালো হতো। পশ্চিম মেদিনীপুর জেলার মতো অন্যান্য জেলায় এত শিল্প নেই। আরো অনেক শিল্প আসবে এবং এই উদ্যোগ জেলা প্রশাসন যেভাবে নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই।”
আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper