ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ওড়িশার (Odisha)বালেশ্বরের (Balasore) বাহানাগা বাজার স্টেশনের (Bahanaga Bazar) কাছে রেল দুর্ঘটনায় নিখোঁজ পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কোলাঘাটের (Kolaghat) ৩ পরিযায়ী শ্রমিক। একই গ্রামের তিন পরিযায়ী শ্রমিক ভুবনেশ্বরে (Bhubaneswar) পাথরের কাজে যাওয়ার জন্য খড়্গপুর (Kharagpur Jn.) থেকে করমন্ডল এক্সপ্রেসে (Coromonmandel Express) পাড়ি দিয়েছিলেন। তবে দুর্ঘটনার ৪২ ঘন্টা পেরিয়ে গেলেও কোনোরকম খোঁজ নেই কোলাঘাট ব্লকের নামালবাড় গ্ৰামের তিনজনের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তারা হলেন – সেক জহর আলি (৩৫),জয়নাল পাখিরা (৪১),জাইদুল পাখিরা(৩১)।দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে।গ্রামের ছেলেদের খোঁজ না পাওয়ায় আতঙ্ক বাড়ছে । ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন আত্মীয় পরিজন। তবে এখনো পর্যন্ত তাদের কোন খবরই আসেনি। বাড়তি টাকা রোজগারের আশায় প্রথমবার গ্ৰামের ছেলেদের সাথে কাজে গেছিলেন জয়নাল পাখিরা।
কিন্তু তার এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। পরিবারের সাথে শেষ কথা হয়েছিল বালেশ্বর স্টেশনে ঢোকার আগে।হঠাৎ করেই তাঁরা জানতে পারে করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনার কথা।তারপর থেকে একাধিক বার পরিবারের লোকজনরা ফোন করলেও ফোন সুইচ অফ (Switch Off) পান বাড়ির লোকেরা ।দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকজনরা। বাড়ির ছেলে না ফিরলে সংসারের দায়িত্ব নেবেন কে ?
উপার্জনের একমাত্র ব্যক্তি বাড়ির ছেলে শ্রমিকের কাজে গিয়ে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়েছেন। এখন কোথায় আছে কিভাবে আছেন সেই দুশ্চিন্তাতেই রয়েছেন পরিবারের লোকজনেরা। পরিবারের কাতর অনুরোধ তাদের ঘরের ছেলেকে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কারণ প্রায় ৪২ ঘন্টা পার হয়ে গেলেও তাদের ঘরের ছেলের এখনো পর্যন্ত কোন খোঁজ মিলছে না।অপেক্ষায় দিন গুনছেন পরিবার থেকে প্রতিবেশীরা।
আরও পড়ুন : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা
আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Balasore Train Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper