ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পাকা ধান বাড়িতে তোলার আগে দলমার দাঁতালদের হানায় নষ্ট হওয়ার আশংকায় ঘুম উড়েছে চাষিদের। মঙ্গলবার বন দফতর থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে মেদিনীপুর সদরে ৯০ টি হাতি রয়েছে একাধিক পালে বিভক্ত হয়ে। যাকে ঘিরে চরম আতঙ্কে এলাকাবাসী।
হাতির প্রবেশ ঘিরে জমি থেকে পাকা ধান তুলতে ব্যস্ত চাষিরা। সোমবার রাতে কলাইকুন্ডা থেকে ৫০ টি হাতির একটি পাল প্রবেশ করে চাঁদড়া রেঞ্জের মণিদহতে। সারা রাত টিকরপাড়া, রুপসা, যামনী এলাকায় ব্যাপক ক্ষতি করে পাকা ধান সহ বিভিন্ন সবজির। ভোরবেলা শুকনাখালির জঙ্গলে প্রবেশ করলে হাতির পালটিকে লালগড়ে পাঠানোর চেষ্টা করে বন দফতর।
টিকরপাড়া এলাকার চাষি অম্বরিশ কবিরাজ বলেন, “দু বিঘা ধান চাষ করেছি। পেকে গিয়েছে সব। হাতির পাল সব নষ্ট করে দিয়েছে।” স্থানীয়দের অভিযোগ, হাতির পাল প্রবেশ করলেও দেখা মেলেনি বন দফতরের। অন্যদিকে আরও দুটি পাল মেদিনীপুর শহরের উপকন্ঠে ডেরা বেঁধেছে। ২০ টি হাতির একটি পাল বাগডুবি ও ১৫ টি হাতির একটি পাল পাঞ্জাশোলের জঙ্গলে রয়েছে। কয়েকদিন ধরেই হানা দিচ্ছে কৃষি জমিতে। হাতির পাল না সরাই ক্ষোভ সৃষ্টি হয়েছে চাষিদের মধ্যে।