Argentina | FIFA World Cup
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে জয় আর্জেন্টিনার। তাতে খুশির জোয়ার মেদিনীপুর শহরে। আর্জেন্টিনার সমর্থক ফুটবল প্রেমীরা মিষ্টি বিলিও করলেন। উল্লেখযোগ্য মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক এলাকার একটি চপ দোকানে। মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকার বাসিন্দা জয়দেব বরাট। পেশায় একজন তেলেভাজা দোকানদার। মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ছোট্ট একটি দোকানে তেলেভাজা বিক্রি করে থাকেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিন্তু মনে-প্রাণে আর্জেন্টিনা ও মেসিভক্ত। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতেই তার দোকানে মেসির ছবি টাঙানো। ছোটবেলা থেকেই ফুটবল প্রেমী সে। মনে প্রাণে প্রার্থনা করছিলেন আর্জেন্টিনা যেন জয়লাভ করে। দোকানে আগত খদ্দেরদের সঙ্গেও ফুটবল নিয়েই চর্চা করতো। অবশেষে ফুটবল ফাইনালে আর্জেন্টিনা। দোকান বন্ধ করে সারাদিন উদগ্রীব হয়ে অপেক্ষা করছিলেন মেসির জাদু দেখার জন্য। তার অতি ফুটবলপ্রেম ও মেসি ভক্তি অনেকের কাছে কটাক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
Argentina | FIFA World Cup
অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয় তাকে। রবিবার রাতে প্রতীক্ষিত আর্জেন্টিনা জয়লাভ করতেই কেঁদে ফেলেন। সোমবার সকাল থেকে তার আনন্দ উচ্ছ্বাস দেখতে পান দোকানে আসা খদ্দেররা। ছোট্ট দোকানকে নীল সাদা বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। দোকানের ভেতরে দেবতাদের ছবির নিচেই মারাদোনা ও মেসির ছবি। নিজে আর্জেন্টিনার মেসি লেখা টি-শার্ট গায়ে পড়ে আগত খদ্দেরদের তেলেভাজার সাথে রসগোল্লা দিয়েছেন হাসিমুখে।
এমনকি রাস্তায় যাওয়া লোকজনকেও হেঁকে বলেছেন “আর্জেন্টিনা জিতেছে দাদা, মিষ্টি খেয়ে যান”। জয়দেব বাবু বলেন, “ফুটবল আমার প্রাণ, তারপরেই আসে আর্জেন্টিনা ও মেসি। এর জন্য অনেকের কাছেই অনেক কিছু শুনতে হয়। এই ফুটবলে আমাদের দেশ থাকলে আরও ভালো লাগতো। ৮৬ সালের মারাদোনার খেলা দেখে আমার এই দলের প্রতি প্রেম বাড়ে। তবে কালকের জয় আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করে দিয়েছে। মেসি সব পেয়েছে এতদিন। এবার যা বাকি ছিল সেটাও পেয়ে গেল। আমি চাই মারাদোনার পাশে স্থান পাক মেসি।”
আরও পড়ুন : পরপর তিনদিনে তিনটি ময়াল সাপ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে, সংখ্যা বেড়েছে দাবি বন দফতরের
আরও পড়ুন : হাতির হানায় মেদিনীপুরে ভাঙল বাড়ি, সাঁকরাইলে মৃত্যু যুবকের
অন্যান্য দিনের তুলনায় তার দোকানে সোমবার সারাদিন ভিড় যেন একটু বেশিই ছিল। তেলেভাজা নিতে এসে মিষ্টি খেয়ে শিক্ষিকা সুতপা বসু বলেন, “ওনার উৎসাহ তুলনাহীন। এরকম ফুটবল প্রেম নতুন প্রজন্মকে অনেকটা এগিয়ে দেবে। আমি ও আমরা নিজেরাও এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় ছিলাম। ওনার উদ্যোগটাও অপূর্ব।”
মেদিনীপুর শহরের বাসিন্দা জয়দীপ নাগ বলেন, “ফুটবল বিশ্বকাপ যেদিন থেকে শুরু হয়েছে দোকানের সামনে সবসময় পোস্টার ও বিভিন্ন জিনিস টাঙিয়ে রাখত মেসির। দোকানে বিক্রি করতো মেসির গেঞ্জি পরে। আমরা মেসিকে নিয়ে খোঁচা দিতাম ওকে। যেদিন মেসির খেলা থাকতো রাতে খেলা দেখার জন্য পরদিন দোকান বন্ধ থাকতো ওর। আজকে অনেক বেশি উৎফুল্ল। আর্জেন্টিনার রঙে দোকান ও নিজে সেজেছে। দিনভর মিষ্টি দিয়েছেন লোকজনকে। ভালো লাগলো ওর এই আনন্দ।
আরও পড়ুন : শাসক দলের গোষ্ঠী কোন্দল চরমে, কেশপুরে দলীয় কার্যালয়ে তালা
আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দেবের জেঠুর, পরিবারে শোকের ছায়া
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Argentina | FIFA World Cup
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper