Digha
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিঘায় ফের দৈত্যাকৃতি মাছ উঠল মৎস্যজীবীদের জালে। এবার চিল-শংকর মাছ ধরা দিল জেলেদের জালে। বর্ষা বিদায় নিলেও, জলধি কিন্তু নিরাশ করছে না মৎস্যজীবীদের৷ কখনও দিঘা তো কখনও উলুবেড়িয়া, আবার কখনও কুলপি, একের পর এক বিশালাকার মৎস্যরা ধরা দিচ্ছে জেলেদের পাতা জালে৷ দামও উঠল ভালো৷ এতে লাভবানও হচ্ছেন মৎস্যজীবীরা৷
দিঘা মোহনায় মাছটি দেখতে মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকরা ভিড় জমান৷ দিঘা মোহনার মৎস্য আড়ত সূত্রে জানা গিয়েছে, দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়ে দৈত্যাকৃতি চিল-শংকর মাছ। শুক্রবার দিঘা মোহনার মৎস্য আড়তে নিয়ে আসা হয় দৈত্যাকার মাছটিকে৷ নিলাম কেন্দ্রে SSB কাঁটায় বিক্রির জন্য নিয়ে আসা হলে বিশাল আকৃতির মাছটিকে৷
আরও পড়ুন : সারের কালোবাজারি বন্ধে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ, শালবনী বিডিও অফিসে ডেপুটেশন
ভ্যানে করে মাছটিকে আড়তে আনা হয়৷ মাছটি বিশালাকার দেহে ভ্যানটি পুরো ঢেকে যায়৷ এমনকি রাস্তায় লুটোতে থাকে মাছের নীচের অংশ ও লেজটি৷ মাছটিকে ভ্যান থেকে মাটিতে নামাতেও বেশ বেগ পেতে হয় মৎস্যজীবীদের৷ এদিন আড়তে আনার পর এই মাছ দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, মাছটির যা সাইজ, তাতে একটি মানুষ এর ভিতর ঢুকে যাবে৷
Digha
আরও পড়ুন : সারের কালোবাজারি বন্ধে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ, শালবনী বিডিও অফিসে ডেপুটেশন
আরও পড়ুন : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামবনি থানায় অভিযোগ দায়ের বিধায়ক দেবনাথ হাঁসদার
দিঘায় আগত পর্যটকরাও ভিড় করেন মাছটিকে একঝলক দেখতে। জানা গিয়েছে, চিল-শংকর মাছটির ওজন ৫০০ কিলো৷ এটিকে দিঘা মোহনা মৎস্য আড়তে এনে নিলামে তোলা হয়৷ অনেক দরদামের পর নিলামে কুড়ি হাজার টাকা মূল্যে কলকাতার একটি কোম্পানি কিনে নেয় দৈত্যাকার মাছটিকে। এই মরশুমে এত বড় মাছ এই প্রথম উঠল বলে দিঘা মোহনা আড়তের মৎস্য ব্যবসায়ীরা জানান।
আরও পড়ুন : পেট্রোলে ভেজাল ও পরিমাণে গড়মিল! মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক পাম্প সিল করল ক্রেতা সুরক্ষা দপ্তর
আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পরদিনই কেশপুরে উদ্ধার ২৫ টি তাজা বোমা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha
– Biplabi Sabyasachi Largest Bengali